For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাজমহলে স্বচ্ছ ভারত অভিযানে যোগী, রাজনৈতিক গিমিক কী ,প্রশ্ন বিরোধীদের

তাজমহল নিয়ে যাবতীয় বিতর্কের মধ্যেই আগ্রা পৌঁছে আজই তাজমহল পরদর্শনে যাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ।

  • |
Google Oneindia Bengali News

তাজমহল নিয়ে যাবতীয় বিতর্কের মধ্যেই আগ্রা পৌঁছে বিজেপি কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে স্বচ্ছতা অভিযানে নামলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাজমহল চত্বরের পশ্চিম গেট-এ তিনি নিজে ঝাড়ু দেওয়ার কর্মসূচিতে অংশ নেন। এই স্বচ্ছতা অভিযানে আদিত্যনাথের সঙ্গে ছিলেন ৫০০ জন বিজেপি কর্মী। তাজমহলে প্রায় ৩০ মিনিট মতো তাঁর থাকবার কথা। তাজমহলে শাহজাহান ও মুমতাজ মহলের সমাধি পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য, উত্তর প্রদেশের প্রাক্তন মুক্যমন্ত্রী অখিলেশের সস্ত্রীক তাজমহল পরিদর্শনের পর , আবারও কোনও মুখ্যমন্ত্রী তাজমহল পরিদর্শনে গিয়েছিলেন।

image-adityanathjharu-26-1508994664.jpg bengali.oneindia.com}

তাজমহলে স্বচ্ছ ভারত অভিযানে যোগী, রাজনৈতিক গিমিক কী ,প্রশ্ন বিরোধীদের

তাজমহলে স্বচ্ছ ভারত অভিযানে যোগী, রাজনৈতিক গিমিক কী ,প্রশ্ন বিরোধীদের

এছাড়াও এদিন তিনি 'মধ্য পৈদল পথ' প্রকল্পের শিলান্যাস করেন। এটি একটি পর্যটনপথ, যা আগ্রা কেল্লা থেকে তাজমহল পর্যন্ত বিস্তৃত হবে বলে পরিকল্পিত রয়েছে।

তাজমহলে স্বচ্ছ ভারত অভিযানে যোগী, রাজনৈতিক গিমিক কী ,প্রশ্ন বিরোধীদের

তাজমহলে স্বচ্ছ ভারত অভিযানে যোগী, রাজনৈতিক গিমিক কী ,প্রশ্ন বিরোধীদের

এছাড়াও শাহজান পার্কে খোশ মেজাজেই দেখা যায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে।তবে এই সফরের যাবতীয় আকর্ষণ রয়েছে যোগী আদিত্যনাথ ও ৫০০ জন বিজেপি কর্মীর স্বচ্ছতা অভিযানের কর্মসূচিকে ঘিরে। যোগীর এই অভিযানে তাঁর সঙ্গে তাজমহল চত্বরের স্বচ্ছতা অভিযানে আরও বেশ কিছু সমাজসেবীরাও ছিলেন। তবে বহু মহলের প্রশ্ন, এই অভিযান বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কোনও নয়া চমক নয় তো ? কারণ, এর আগে তাজমহল নিয়ে একাধিক বিতর্ক বাঁধে। সেই বিতর্ককে ধামাচাপা দিতেই যোগীর এই স্বচ্ছতা অভিযানের চমক বলে ধারণা অনেকের।

তাজমহলে স্বচ্ছ ভারত অভিযানে যোগী, রাজনৈতিক গিমিক কী ,প্রশ্ন বিরোধীদের

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের পর্যটন বুকলেটে তাজমহলের নাম না থাকা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। এ নিয়ে চলে বহু বিতর্ক। সেই বিতর্ক উস্কে এক বিজেপি নেতার তাজমহল সম্পর্কে চাঞ্চল্যকর বয়ান আসে সংবাদমাধ্যমে। যার জেরে সমাজবাদী পার্টি নেতা আজম খানও পাল্টা মন্তব্য করেন তাজমহল সহ দেশের নানা সৌধ নিয়ে।

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath is in Agra on Thursday to visit the 17th-century Mughal monument, Taj Mahal. He is expected to spend close to 30 minutes at the graves of Shah Jahan and Mumtaz Mahal. According to his official tour programme, he will also visit the Shah Jahan park nearby.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X