For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিকের সেরা এক ছাত্রকে মুখ্যমন্ত্রীর দেওয়া চেক বাতিল! মুখ পুড়ল সরকারের

মেলেনি সই। মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীকে দেওয়া মুখ্যমন্ত্রী চেক বাতিল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। বরাবাঁকির জেলা স্কুল ইনস্পেক্টর জানান,ছাত্রটিকে অন্য একটি চেক দেওয়া হয়েছে এবং বিষয়টি মিটেছে

  • |
Google Oneindia Bengali News

মেলেনি সই। মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীকে দেওয়া মুখ্যমন্ত্রী চেক বাতিল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। বরাবাঁকির জেলা স্কুল ইনস্পেক্টর জানান, ছাত্রটিকে অন্য একটি চেক দেওয়া হয়েছে এবং বিষয়টি মিটে গিয়েছে। জেলাশাসক উদয়ভানু ত্রিপাঠী বিষয়টিকে গুরুতর বলে বর্ণনা করেছেন।

মাধ্যমিকের সেরা এক ছাত্রকে মুখ্যমন্ত্রীর দেওয়া চেক বাতিল! মুখ পুড়ল সরকারের

এবার উত্তর প্রদেশ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষায় সপ্তমস্থান দখল করেছিলেন অলোক মিশ্র। শতাংশের নিরিখে তার নম্বর ৯৩.৫। ২৯ মে লখনৌতে এবছরের সেরা ছাত্রছাত্রীদের সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে অলোক মিশ্রের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মাধ্যমিকের সেরা এক ছাত্রকে মুখ্যমন্ত্রীর দেওয়া চেক বাতিল! মুখ পুড়ল সরকারের

অলোশ মিশ্রের বাবা ৫ জুন সেই চেক লখনৌ-এর ব্যাঙ্কে জমা দেন। কিন্তু সই না মেলায় সেই চেক বাউন্স করে। ঘটনার কথা অলোক মিশ্রের বাবাকে জানিয়েও দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। চেক বাতিল হওয়ায় অ্যাকাউন্ট হোল্ডারকে ৩৭৭ টাকা জরিমানাও করা হয় ব্যাঙ্কের তরফ থেকে।

ওই ছাত্রকে দেওয়া চেকে সই ছিল বরাবাঁকির জেলা স্কুল ইনস্পেক্টর রাজকুমার যাদবের। যাদবের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, ছাত্রটিকে অন্য একটি চেক দেওয়া হয়েছে এবং বিষয়টি মিটে গিয়েছে। অন্য কোনও ছাত্র এমন অভিযোগ নিয়ে আসেনি বলেও জানিয়েছেন তিনি। ২৯ মে-র অনুষ্ঠানে ৯৭ জন ছাত্রছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়েছিল।

জেলাশাসক উদয়ভানু ত্রিপাঠী বিষয়টিকে গুরুতর বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই বিষয়ে যদি কাজে শৈথিল্যের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার জেরে বিরোধীদের তরফে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

English summary
Uttar Pradesh board topper obliged to pay penalty for a cheque which is geven to him by CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X