For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ ও বিহারে উপনির্বাচনের ফল আজ, বিজেপি বিরোধী নতুন সমীকরণে কার হাসি চওড়া হবে

উত্তরপ্রদেশ ও বিহারে তিনটি লোকসভা আসন ও ২টি বিধানসভা আসনে ভোটের ফলাফল প্রকাশ হবে আজ।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকমাসে উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষাপটে অনেক রদবদল ঘটেছে। নতুন জোটসঙ্গী তৈরি হয়েছে, পুরনো বন্ধুত্ব ভেঙে গিয়েছে। দুই রাজ্য মিলিয়ে তিনটি লোকসভা আসন ও ২টি বিধানসভা আসনে ভোটের ফলাফল প্রকাশ হবে আজ।

উত্তরপ্রদেশ ও বিহারে উপনির্বাচনের ফল আজ

উত্তরপ্রদেশে গোরক্ষপুর, ফুলপুরে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধে লড়ছে। গতবছরও বিজেপির বিরুদ্ধে সকলে আলাদা লড়াইয়ে নেমেছিল।

এদিকে বিহারের আরারিয়া লোকসভা কেন্দ্র ও দুটি বিধানসভা কেন্দ্রেও ফলাফল প্রকাশ হবে এদিন। আরজেডির সঙ্গে জোট ভেঙে এনডিএ-র জোটে ভিড়েছেন নীতীশ। তারপরে বিহারের ভোটের ফল কেমন হয় তা অবশ্যই কৌতুহলের বিষয়।

গোরক্ষপুর থেকে পাঁচবার লোকসভা ভোটে জেতা যোগী আদিত্যনাথকে গতবছরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হয়। এদিকে ফুলপুরে জেতা কেশব প্রসাদ মৌর্যকে উপমুখ্যমন্ত্রী করায় সেই আসনটিও ফাঁকা হয়েছে। গোরক্ষপুর থেকে এবার লড়েছেন বিজেপির উপেন্দ্র দত্ত শুক্লা আর ফুলপুর থেকে লড়েছেন কৌশলেন্দ্র প্যাটেল।

বিহারের আরারিয়া আসন বাঁচাতে লড়েছে আরজেডি। তাদের নেতা মহম্মদ তসলিমুদ্দিনের মৃত্যু হওয়ায় এই আসনে ভোট হয়েছে। আরজেডি ও কংগ্রেস জোট বেঁধে এখানে লড়েছে। নীতীশ কুমার বিজেপির সঙ্গে জোট বাঁধার পরে এখানে কেমন ফল করেন তা বেশ তাৎপর্যপূর্ণ।

বিহারের যে দুটি বিধানসভা আসনে ভোটের ফলাফল এদিন প্রকাশিত হবে সেগুলি হল ভাবুয়া ও জেহানাবাদ।

English summary
Uttar Pradesh and Bihar bypoll results, Know the latest updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X