For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু উত্তরপ্রদেশের ভোটযুদ্ধ, প্রথম দফায় লড়াই ৭৩টি আসনে

শুরু হয়ে গেল উত্তরপ্রদেশ বিধানসভা আসনের ভোট যুদ্ধ। প্রথম দফার ৭৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার।

  • |
Google Oneindia Bengali News

কানপুর, ১১ ফেব্রুয়ারি : শুরু হয়ে গেল উত্তরপ্রদেশ বিধানসভা আসনের ভোট যুদ্ধ। প্রথম দফার ৭৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার। পশ্চিমী উত্তরপ্রদেশে চলছে ভোটগ্রহণ। এই এলাকায় সাম্প্রদায়িক হিংসার খবর সাম্প্রতিক সময়ে বারবার সামনে এসেছে।

তার মধ্যেই এদিন বিজেপি, সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট ও বহুজন সমাজপার্টির ভোটযুদ্ধ অব্যাহত থাকবে। মনে করা হচ্ছে, নিজেদের পছন্দের প্রার্থীদের বেছে নিতে এখানে ভোটের শতাংশ বাড়তে পারে। ২০১২ সালে ৫৯.৪০ শতাংশ ভোটার এখানে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন। এবছর তা আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।

শুরু উত্তরপ্রদেশের ভোটযুদ্ধ, প্রথম দফায় লড়াই ৭৩টি আসনে

গত বিধানসভা ভোটে মহিলা ভোটার বেশি করে ভোট দেন। পুরুষ ভোটার যেখানে ছিল ৫৮.৬৮ শতাংশ সেখানে মহিলা ভোটার ছিল ৬০.২৮ শতাংশ।

সংখ্যালঘু ভোটারের একটা বড় অংশ যেহেতু এদিন ভোট দেবেন তাই এই দফার ভোট গোটা উত্তরপ্রদেশ নির্বাচনের মেজাজ ঠিক করে দিতে পারে। বাকী ছটি দফায় কী হবে তার কিছুটা আন্দাজ এদিন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে যে ইস্যুগুলি সবচেয়ে বড় হতে পারে তা হল - দুর্নীতি, জাতিগত বিভেদ, অপরাধ ও উন্নয়ন। মূলত এই ইস্যুগুলির উপরে ভিত্তি করেই সাত দফায় ভোটের লড়াই চলবে। তারপরে ফলাফল জানা যাূবে আগামী ১১ মার্চ।

English summary
Uttar Pradesh Assembly Elections 2017 Phase 1 : Polling begins for 73 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X