For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পানাজি থেকে বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য উৎপল পার্রিকরের

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ গোয়ায় বিধানসভা নির্বাচন। আর তাঁর আগেই গেরুয়া শিবিরে জোর ধাক্কা। কিছুদিন ধরেই চলছিল জল্পনা। আর সেই জল্পনাই সত্যিই করল উৎপল পার্রিকর । যিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকরের ছেলে। তিনি তাঁর পানাজি থেকে বিজেপির টিকিট প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে গোয়া বিধানসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার দেওয়ার আগে মহালক্ষ্মী মন্দিরে পুজো দিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, তিনি বিধানসভা নির্বাচনে জিতলেও গেরুয়া শিবিরে আর ফিরবেন না।

পানাজি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উৎপল

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, বিজেপি আমাকে ২-৩ টি আসনে দাড়ানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু দল আমাকে কখনই পানাজি থেকে লড়ার জন্য টিকিট দেননি। আমি ভোটে জিতলেও বিজেপিতে যোগ দেব না।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পার্রিকরের তাঁর বাবার আসন থেকে লড়তে চেয়েছিলেন। অর্থাৎ পানাজি বিধানসভা থেকে। কিন্তু গেরুয়া শিবির তাঁর এই প্রস্তাবে রাজি হননি। বিজেপি পানাজি থেকে প্রার্থী হিসাবে বেঁছে নিয়েছেন আতানাসিও বাবুশ মনসেরটকে, যিনি আগে কংগ্রেস দলে যুক্ত ছিলেন। তিনি এখন পানাজির বিধায়ক।

পানাজি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উৎপল পারিকর। তাঁকে আম আদমি পার্টি , তৃণমূল ও শিবসেনা- সহ বিরোধী দলগুলি তাঁদের প্রার্থী করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বিরোধী দলের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পার্রিকর ১৯৯৪ সালে পানাজি থেকে প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেও যোগদান করেছিলেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি পদত্যাগ করেন। ২০১৭ সালে জোট সরকারের নেতৃত্বে মনোহর পার্রিকর গোয়ায় নিয়ে যাওয়া হয়। তারপর থেকে পানাজি থেকে নির্বাচনে লড়েছেন।

উৎপলবাবু বাবুশকে নানাভাবে বিঁধলেন। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি এক খারাপ ব্যক্তিকে পানাজি থেকে নির্বাচনের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। বাবুশের অনেক অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। আমি তাঁকে হারাব। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি জয়ী হব। পানাজির মানুষ আমার পাশে আছে। আমি পানাজির উন্নয়ন ও জনসাধারণের জন্য কাজ করব।

তিনি আরও বলেন, আমার লড়াই অন্য কোন বিরোধী দলের বিরুদ্ধে নয়। আমার লড়াই শুধু বিজেপি অর্থাৎ বাবুশের বিরুদ্ধে। ১৪ ফেব্রুয়ারি ৪০ জন সদস্য নিয়ে গোয়ায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। মার্চ মাসের ১০ তারিখ ভোট গণনা হবে।

English summary
Utpal Parrikar will fight from which team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X