For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে বিক্ষোভকারীদের থামাতে পেলে গানের বদলে অন্য ব্যবস্থা নিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

সিআরপিএফের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে একেবারে প্রথমে পেলে গানের ব্যবহার না করার জন্য।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : সিআরপিএফের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে একেবারে প্রথমে পেলে গানের ব্যবহার না করার জন্য। পেলে বন্দুক ব্যবহার করতে বলা হয়েছে একেবারে শেষ পর্যায়ে, কোনও উপায় না থাকলে তবেই।

তার বদলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্লাস্টিকের বুলেট, লঙ্কার গুড়ো মেশানো শেল ব্যবহার করে বিক্ষোভকারী জনতাকে থামানো নির্দেশ দেওয়া হয়েছে।

কাশ্মীরে পেলে গানের বদলে অন্য ব্যবস্থা নিতে নির্দেশ

রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়। তাতে বলা হয়, পেলে বন্দুকের ব্যবহার কাশ্মীরি জনতার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আরও বলা হয়েছে, দেশের আর কোনও জায়গায় এই গুলির ব্যবহার করা হয় না। এমনকী হরিয়ানায় জাট বিক্ষোভ, গুজরাতে প্যাটেলদের বিক্ষোভ ও কর্ণাটকে কাবেরীর জল নিয়ে বিক্ষোভের সময়ও এই ধরনের অস্ত্রের ব্যবহার করা হয়নি।

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে কাশ্মীরে অশান্তি অব্যাহত ছিল। এই অবস্থায় সুপ্রিম কোর্টও অশান্তি কমাতে পেলে গানের ব্যবহার নিয়ে ভাবনাচিন্তা করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল। উদ্দেশ্য ছিল, কাউকে আঘাত না করে উপত্যকায় শান্তি ফেরানো। এদিকে কাশ্মীর বার কাউন্সিলের তরফেও পেলে গানের ব্যবহার নিয়ে বিরোধ জানানো হয়।

এসব দেখেই পেলে গানের বদলে প্লাস্টিকের গুলি ও লঙ্কার গুড়ো দেওয়া শেল ব্যবহারের কথা বলা হয়েছে।

English summary
Use plastic bullets, chilli-filled shells in Kashmir; pellet guns only as ‘last resort’: MHA to security forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X