For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ুদূষণের বাড়বাড়ন্ত ঠেকাতে এবার ‘এয়ার পিউরিফায়ারের’ ব্যবহার তাজমহলে

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির পরই বায়ু দূষণের কবলে পড়ে নাভিশ্বাস ওঠার জোগাড় উত্তর ভারতের একাধিক শহরের বাসিন্দাদের। রাজধানী ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত সড়ক ও পরিবহন ব্যবস্থা। বন্ধ রয়েছে একাধিক দূর পাল্লার উড়ানও। বায়ুদূষণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ইতিমধ্যেই সমস্ত স্কুল কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে দিল্লি প্রশাসন। এবার বায়ুদূষণের করলা গ্রাস থেকে আগ্রার অন্যতম ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ তাজমহলকে বাঁচাতে নতুন পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার।

বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচতে এয়ার পিউরিফয়ারের ব্যবহার শুরু আগ্রায়


মোঘল স্থাপত্যের অন্যতম স্মৃতি চিহ্নকে বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচাতে তাজমহল চত্বরে বায়ু পরিশোধক ফিল্টার বসানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই এয়ার পিউরিফায়ারটি ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে আট ঘণ্টার মধ্যে প্রায় ১৫ লক্ষ ঘনমিটার বায়ু বিশুদ্ধ করার ক্ষমতা রাখে বলেও জানাচ্ছেন দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তারা।

তাজমহলের সাদা মার্বেল মাজার গুলি দীর্ঘদিন ধরে বায়ু দূষণের শিকার হওয়ায় তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল রাজ্য প্রশাসন সহ পর্যটন বিভাগের। বায়ুদূষণের বাড়বাড়ন্তের জেরে দূষিত বায়ু কণা গুলি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত করে চলেছে বিশ্বের সাতটি বিস্ময়কর স্মৃতিসৌধের মধ্যে অন্যতম এই তাজমহলকে।

উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা ভুবন যাদব এই প্রসঙ্গে বলেন, “ বর্তমান পরিস্থিতি এবং বায়ুর গুণগত মানের ধারাবাহিক অবনতির কথা মাথায় রেখে তাজমহলের পশ্চিম গেটে একটি চলমান এয়ার পিউরিফায়ার ভ্যান মোতায়েন করা হয়েছে। " পাশাপাশির দূষণের জেরে তাজমহলের স্বাস্থ্যের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে আগ্রার সঞ্জয় প্যালাসে বায়ুদূষণের পরিমাণ যাচাইয়ের জন্য একটি মনিটরিং স্টেশন রয়েছে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সূত্র অনুসারে, এদিন সকালে আগ্রায় বায়ু মানের সূচক ছিল ২৯৬তে। সাধারণত এই সূচক ২০০-র গণ্ডি ছাড়ালেই তা সাধারণ মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করে বলে মত বিশেষজ্ঞদের।

English summary
Agra starts to use air purifiers to prevent air pollution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X