For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন মুলুকে গান্ধীকে অপমান! ফ্লয়েডের মৃত্যু প্রতিবাদে জেরবার আমেরিকা ক্ষমা চাইল ভারতের কাছে

Google Oneindia Bengali News

ওয়াশিংটন ডিসি-তে মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননা ৷ অভিযোগ, আমেরিকার রাজধানীতে ভারতীয় দূতাবাসের বাইরে থাকা গান্ধীজীর মূর্তি নষ্ট করার চেষ্টা করেছে কৃষ্ণাঙ্গ হত্যায় প্রতিবাদীরা৷ সংবাদসংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই বিষয় তদন্ত শুরু করেছে আমেরিকার স্টেট পার্ক পুলিশ৷ সেই ঘটনায় এবার ভারতের কাছে ক্ষমা চাইল আমেরিকা।

ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টার্স টুইটবার্তায় তিনি লেখেন, 'ওয়াশিংটন ডিসিতে গান্ধী মূর্তির অবমাননা দেখে অত্যন্ত দুঃখিত। আন্তরিকভাবে ক্ষমা চাইছি। পাশাপাশি জর্জ ফ্লয়েডের বীভৎস মৃত্যু এবং হিংসা ও ভাঙচুরে হতবাক হয়েছি। আমরা যে কোনও ধরনের কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছি। আমরা ঘুরে দাঁড়াব এবং আরও ভালো হব।'

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা৷ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর সঙ্গে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও থামেনি বিক্ষোভ৷ বুধবার নতুন করে আরও তিনজন পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মার্কিন নাগরিকরা।

প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও

প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও

প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউস ঘেরাও করে রেখেছিল আন্দোলনকারীরা৷ তারপরই সুরক্ষার কথা মাথায় রেখে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে কিছু সময়ের জন্য রাখা হয়। আর চার্চে যাবেন বলে সোমবার বিক্ষোভকারীদের উপর অকারণে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে দেখা যায় পুলিশকে।

আমেরিকার অন্তত ৭০টি শহরে কার্ফু

আমেরিকার অন্তত ৭০টি শহরে কার্ফু

এদিকে পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো ও মেয়র ডে ব্ল্যাসিও শহর জুড়ে কার্ফু ঘোষণা করেন। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ নিউইয়র্ক ছাড়াও সেদেশের আরও অন্তত ৭০টি শহরে কার্ফু ঘোষণা করা হয়।

জর্জ ফ্লয়েডের উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিনের অত্যাচার

জর্জ ফ্লয়েডের উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিনের অত্যাচার

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দির উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করছে। অভিযোগ, প্রায় ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে। যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল।

<strong>কবে ভারতে আনা যাবে বিজয় মালিয়াকে? প্রত্যর্পণ নিয়ে মুখ খুলল ব্রিটেন!</strong>কবে ভারতে আনা যাবে বিজয় মালিয়াকে? প্রত্যর্পণ নিয়ে মুখ খুলল ব্রিটেন!

English summary
usa envoy to india apologised for vandalism on gandhi statue in washington by floyd protesters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X