For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস, প্রমাণ আছে, দাবি মার্কিন স্বরাষ্ট্রসচিবের

করোনা ভাইরাস নিয়ে ফের চিনের বিরুদ্ধে অভিযোগ শানালেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও। তিনি দাবি করেছেন উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে ফের চিনের বিরুদ্ধে অভিযোগ শানালেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও। তিনি দাবি করেছেন উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। ফের দাবি করেছে আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্র সচিব জানিেয়ছেন এই দাবির সপক্ষে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন চিন করোনা ভাইরাস সংক্রমণের তথ্য গোপন করেছে। তার মাশুল যে চিনকে গুণতেই হবে সেই নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 করোনা তথ্য গোপনের অভিযোগ

করোনা তথ্য গোপনের অভিযোগ

ফের আমেরিকা দাবি করেছে উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। তার প্রমাণও রয়েছে আমেরিকার হাতে। এই ভাইরাসের প্রভাব মারাত্মক হতে পারে েজনেও চিন তথ্য গোপন করে গিয়েছে। এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। যার জেরে গোটা বিশ্বে ২৫০০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যদিও হু আমেরিকার এই দাবি খারিজ করে জানিয়েছে কোনও গবেষণাগারে তৈরি করা যায় না করোনা ভাইরাস।

উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে ভাইরাস

উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে ভাইরাস

ফের আমেরিকা দাবি করেছে উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। তার প্রমাণও রয়েছে আমেরিকার হাতে। এই ভাইরাসের প্রভাব মারাত্মক হতে পারে েজনেও চিন তথ্য গোপন করে গিয়েছে। এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। যার জেরে গোটা বিশ্বে ২৫০০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যদিও হু আমেরিকার এই দাবি খারিজ করে জানিয়েছে কোনও গবেষণাগারে তৈরি করা যায় না করোনা ভাইরাস।

মাশুল গুণতে হবে চিনকে

মাশুল গুণতে হবে চিনকে

এই করোনা তথ্য গোপনের জন্য চিনকে মাশুল গুণতে হবে। আবারও তাঁর হুঁশিয়ারি িদয়েছে আমেরিকা। চিনকে কীভাবে শাস্তি দেওয়া যায় তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ফেলেছে আমেরিকা। সূত্রের খবর, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলেই চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ট্রাম্প প্রশাসন। অর্থনৈতিক অবরোধ সহ একাধিক বাণিজ্য চুক্তি খারিজের পরিকল্পনা করেছে আমেরিকা। আগেও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধ তৈরি হয়েছিল চিনের।

English summary
US Secretary Of State claim coronavirus spread from Wuhan Lab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X