For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Father Stan Swamy-এর ব্যক্তিগত ল্যাপটপে জাল নথি ঢোকানো হয়! ফাঁস মার্কিন রিপোর্টে

ভীমা কোরেগাঁও-কাণ্ডে সক্রিয় কর্মী ফাদার স্ট্যান স্বামীর গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন এক ফরেন্সিক ফার্মের। দাবি, মানবাধিকার কর্মীকে ফাঁসানো হয়েছিল। আর এরজন্যে তাঁর কম্পিউটারে জাল নথি কোনও ভাবে ঢুকিয়ে দেওয়া হ

  • |
Google Oneindia Bengali News

ভীমা কোরেগাঁও-কাণ্ডে সক্রিয় কর্মী ফাদার স্ট্যান স্বামীর গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন এক ফরেন্সিক ফার্মের। দাবি, মানবাধিকার কর্মীকে ফাঁসানো হয়েছিল। আর এরজন্যে তাঁর কম্পিউটারে জাল নথি কোনও ভাবে ঢুকিয়ে দেওয়া হয় বলেও তদন্তে উঠে আসে। ল্যাপটপে ৪৪টি এমন জাল নথি ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Father Stan Swamy-এর ব্যক্তিগত ল্যাপটপে জাল নথি ঢোকানো হয়!

সন্ত্রাসবাদের যুক্ত থাকার কারণে ২০২০ সালে গ্রেফতার করা হয় Father Stan Swamy। শুধু তাই নয়, এর এক বছর তাঁর মৃত্যু ঘটে যায়। তবে এই রিপোর্টের পর প্রশ্ন উঠেছে স্ট্যান স্বামীর বিরুদ্ধে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অভিযোগ নিয়ে। বুলে রাখা প্রয়োজন, তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা Stan Swamy-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে নিয়ে আসে।

এমনকি মাওবাদীদের সঙ্গে কথাবার্তার রেকর্ড তাঁদের কাছে আছে বলেও দাবি করা হয় এনআইএ'ইয়ের তরফে। যদিও এই বিষয়ে মার্কিন এক সংস্থাকে দিয়ে স্বামীর ল্যাপটপ খতিয়ে দেখার আবেদন করা হয়।

আর সেই অনুমতি পাওয়ার পরেই বোস্টনে অবস্থিত একটি ফরেনসিক সংস্থা আর্সেনাল কনসাল্টিং ল্যাপটপ খতিয়ে দেখার কাজ শুরু করে। সম্পতি তাঁদের রিপোর্ট সামনে এসেছে। বলা হচ্ছে ৪৪টি জাল নথি ঢোকানো হয় বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর ব্যক্তিগত ল্যাপটপে। আর এই কাজ করতে হ্যাকারদের সাহায্য নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

হ্যাকাররাই এই কাজ করেন বলেও দাবি করা হয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সালে এই হানা হয় বলেও জানাচ্ছেন ওই মার্কিন সংস্থা। এই বিষয়ে আর্সেনাল কনসাল্টিংকে কোট করে বিস্তারিত খবর ছাপানো হয়েছে ওয়াশিংটন পোস্টে। ইতিমধ্যে মার্কিন ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর রাষ্ট্রসংঘের নজরে পড়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন তাঁরা।

দাবি, Stan Swamy -এর মতো মানবাধিকার কর্মীর সঙ্গে হওয়া আচরনা দুর্ভাগ্যজিনক বললেও কম বলা হয় বলে দাবি। একই সঙ্গে এই ঘটনা নিন্দাজনক বলেও দাবি রাষ্ট্রসংঘের। তাঁদের মতে, একজন নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়। এরপর সন্ত্রাসবাদ কার্যকলাপে যুক্ত করা হল। যা ঠিক নয় বলেও ব্যাখ্যা করেছেন সংঘ।।

উল্লেখ্য, বাবা স্ট্যান স্বামী তামিলনাড়ুর বাসিন্দা। সমাজবিজ্ঞানে এমএ শেষ করার পরেই ব্যাঙ্গালোরে চলে যান স্বামী। এরপর ইন্ডিয়ান সোশযাল ইনস্টিটিউটে কিছু সময়ের জন্য কাজ করেন। এরপির ঝাড়খন্ডে ফিরে এসে আদিবাসীদের সঙ্গে থেকে একাধিক কাজ করেন স্বামী। সেখানে থেকে আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন তিনি।

এমনকি বাস্তুচ্যুত বিরোধী জনউন্নয়ন আন্দোলন গড়ে তোলার শুরু করেন Father Stan Swamy।

English summary
US report says, some Evidences were planted on Activist Stan Swamy's Laptop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X