united states of america india donald trump narendra modi shiv sena আমেরিকা ভারত ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী শিব সেনা politics
ট্রাম্পের সফরের আগেই উন্নয়নশীল দেশের তালিকা থেকে বাদ ভারত, সিঁদুরে মেঘ দেখছে শিবসেনা
ট্রাম্প সফরে আসার ঠিক আগেই উন্নয়নশীল দেশের তালিকা থেকে বাদ দেওয়া হল ভারতকে। এতে সিঁদুরে মেঘ দেখছে শিব সেনা। তারা জানিয়েছে, মিষ্টি নয় এক ঝুড়ি তেঁতো উচ্ছের ডালি নিয়ে ভারত সফরে আসছে আমেরিকা।তবে শুধু ভারত নয় এই উন্নয়নশীল দেশের তালিকা থেকে আরও ২৪টি দেশকে বাদ দিয়েছে আমেরিকা।

উন্নয়নশীল দেশের তালিকা থেকে বাদ ভারত
অনেক দিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট সুর তুলেছিলেন ভারতকে উন্নয়নশীল দেশের তালিকায় রাখা যায় না। ভারত এখন অনেকটাই উন্নত। সেকারণেই ট্রাম্পের সফরের আগেই উন্নয়নশীল দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতকে। প্রায় ২৪টি দেশকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে, চিন, দক্ষিণ কোরিয়া। সাধারণত স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পরিচ্ছন্নতার নিরিখেই এই তালিকা তৈরি করা হয়। উন্নয়নশীল দেশের তালিকায় এলে আমেরিকার সঙ্গে বাণিজ্যে বেশ কিছু কর ছাড়ের সুযোগ মেলে।

ভারত সফরে আসছেন ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি ফের ভারত সফরে আসছেন ট্রাম্প। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আহমেদাবাদে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। মোদী সরকারের কাশ্মীর সিদ্ধান্তের পর এই প্রথম ভারত সফরে আসছেন ডোনাল্ট ট্রাম্প। কাশ্মীর সমস্যা সমাধানে একাধিকবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। এবার ভারত সফরে এসে কাশ্মীর নিয়ে তিনি কোনও কথা বলেন কিনা সেটাই এখন দেখার। সূত্রের খবর একাধিক বাণিজ্যিক বিষয়ে দুই দেশের প্রধানের মধ্যে আলোচনা হবে।

শিবসেনার শঙ্কা
উন্নয়নশীল দেশের তালিকা থেকে ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সম্মান বাড়ল কিনা সেটা বোঝার থেকেই জরুরি ভারতের উপর বেশ কিছু গুরু দায়িত্বের বোঝা চাপতে চলেছে আমেরিকার এই সিদ্ধান্ত। হাঁড়ির হাল অর্থনৈতিক অবস্থা নিয়ে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বাদ পড়ার চাপ মোদী সরকার বইতে পারবেন কিনা সেটা বেশ চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে। শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়কে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে মিষ্টির পরিবর্তে এক হাঁড়ি উচ্ছে নিয়ে ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প।