For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে নরেন্দ্র মোদীর জনসভা নিয়ে আপত্তি আমেরিকার, ভারতের তোপ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী
মুম্বই, ২৩ ডিসেম্বর: ভারতে কোন রাজনীতিক দল কোথায় জনসমাবেশ করবে, তা-ও এখন ঠিক করতে চাইছে আমেরিকা। অন্তত গতকাল মুম্বইয়ের বান্দ্রায় নরেন্দ্র মোদীর 'মহাগর্জন' জনসভা নিয়ে তারা যা বলেছে, তা থেকে এটাই মালুম হচ্ছে।

রবিবার বান্দ্রায় বিজেপি-র ডাকে অনুষ্ঠিত হয় 'মহাগর্জন' জনসভা। মহারাষ্ট্রে দলের নেতাদের দাবি, অন্তত দশ লক্ষ লোক হয়েছিল এই সমাবেশে। আর ঠিক এটা নিয়েই আপত্তি তুলেছে আমেরিকা। তাদের বক্তব্য, বান্দ্রার এমএমআরডিএ ময়দান থেকে মার্কিন কনসুলেটের দূরত্ব খুব বেশি নয়। যে বিপুল পরিমাণ লোক ওই জনসভায় এসেছিল, তাদের কারও তল্লাশি করা হয়নি। যদি এদের কেউ কেউ অস্ত্র নিয়ে কনসুলেটে হামলা চালাত, তা হলে বিপর্যয় হতে পারত। নরেন্দ্র মোদীর জনসভার কারণে কনসুলেটের সামনের রাস্তা দিয়ে মানুষকে চলাচল করতে দিয়েছে পুলিশ। এর জেরেও বেজায় খাপ্পা আমেরিকা। এর ফলে কনসুলেটের কর্তাব্যক্তিদের যাতায়াতে অসুবিধা হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। পুলিশ সূত্রে খবর, জনসভা শুরুর আগে তা বন্ধ করতে বারবার 'অনুরোধ' জানিয়েছিল এখানকার মার্কিন কনসুলেট।

কিন্তু, আমেরিকার এই বক্তব্যকে সটান উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লির সাফ জবাব, ভারত একটি সার্বভৌম দেশ। এই দেশের আইনি স্বীকৃতিপ্রাপ্ত দল হল বিজেপি। এমন একটি দল কোথায় সভা করবে আর কোথায় করবে না, সেটা ঠিক করবে স্থানীয় প্রশাসন। কোনও বিদেশি রাষ্ট্রের মতামত এক্ষেত্রে গ্রাহ্য হবে না। বিজেপি-র সভার কারণে মার্কিন কনসুলেটের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল, এটাও মানতে চায়নি ভারত। আমেরিকার এহেন মনোভাবকে 'সার্বভৌমত্বে হস্তক্ষেপ' বলেই মনে করছেন নয়াদিল্লির কর্তারা।

English summary
US raises objection against BJP rally in Mumbai, India furious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X