For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাণিজ্য শুল্ক নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যেন কিছুতেই আর স্বাভাবিক হচ্ছে না। আবার শুল্ক আরোপ নিয়ে ভারতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Google Oneindia Bengali News

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যেন কিছুতেই আর স্বাভাবিক হচ্ছে না। আবার শুল্ক আরোপ নিয়ে ভারতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্কের কিছুতেই মেনে নিতে রাজি নন তিনি। দিল্লি যদি এই শুল্ক না কমায় তাহলে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের অবনতি অবশ্যম্ভাবী বলে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাণিজ্য শুল্ক নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

কয়েকদিন আগেই কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র সচিব ভারত সফরে এসে মোদীর সঙ্গে বাণিজ্যিক বিষয়ে নিয়ে কথা বলেছেন। জি-২০ সামিটেও দুই রাষ্ট্র প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে কর এবং শুল্ক নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনা যতটা সম্ভব ইতিবাচক হয়েছিল বলেই খবর।

আমেরিকা একাধিক ভারতীয় পণ্যের আমদানী শুল্ক মাফ করার কথা ঘোষণা করার পরেই ভারত প্রায় ২৮টি মার্কিন পণ্যের উপর মোটা টাকার শুল্ক আরোপের কথা ঘোষণা করে। এই মার্কিন পণ্যগুলির উপর আগে কোনও শুল্ক আরোপ করেনি ভারত। দিল্লির এই নতুন বাণিজ্য নীতি ঘোষণার পরেই বেজায় চটেছে ওয়াশিংটন। তারপরেই রীতিমত হুমকি দিয়ে ভারতকে এই বাণিজ্যিক শুল্ক অবিলম্বে ফিরিয়ে নিতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

English summary
US President Donald Trump lashed out at India once again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X