For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় আসুন, ডিগবাজি খেয়ে নরেন্দ্র মোদীকে ফোন ওবামার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ১৭ মে: বিপুল ভোটে জিতে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পথে, তখন হাওয়া বুঝে ডিগবাজি খেল আমেরিকা। এতদিন তারা নরেন্দ্র মোদীকে ভিসা পর্যন্ত দিতে চায়নি, আর এখন তাঁকে ফোন করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ দিলেন খোদ বারাক ওবামা।

গতকাল রাতে তিনি ফোন করেন নরেন্দ্র মোদীকে। তিনি বিপুল ভোটে জেতায় তাঁকে অভিনন্দন জানান বারাক ওবামা। বলেন, "আমেরিকায় আসুন।" নরেন্দ্র মোদী তাঁকে এ ব্যাপারে কোনও কথা দেননি অবশ্য। মার্কিন রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত-আমেরিকা বন্ধুত্ব অটুট থাকবে। প্রসঙ্গত, গতকাল ওবামা ফোন করার আগেই হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, নরেন্দ্র মোদীর জয়ে তারা অভিনন্দন জানাচ্ছে। ইউপিএ সরকারের আমলে দু'দেশের মধ্যে যে চুক্তিগুলি হয়েছিল, তাকে এনডিএ সরকার সম্মান দেবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।

মার্কিন বিদেশ দফতর ডিগবাজি খেয়ে জানিয়েছে, নরেন্দ্র মোদীকে ভিসা না দেওয়ার বিষয়টি এখন ইতিহাস। সেই তিক্ত অধ্যায় তারা মনে রাখতে চায় না। নতুন সরকারের আগমন উপলক্ষে আগাম একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে, গতকাল। ওয়াকিবহাল মহলের খবর, সেখানে ভারতীয় রাষ্ট্রদূত এস জয়শঙ্কর জানতে চেয়েছিলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে অতীত আপত্তি ওয়াশিংটন আঁকড়ে ধরে থাকবে কি না। জবাবে মার্কিন প্রশাসনের কর্তারা বলেছেন, "নো, এভরিথিং উইল বি অলরাইট।" বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এখন নিজেদের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে উদগ্রীব আমেরিকা। আসলে মার্কিন প্রশাসন চাপে পড়ে নিজেদের মতামত বদলে ফেলেছে। কারণ নরেন্দ্র মোদীর শিল্পবান্ধব ভাবমূর্তি রয়েছে। ফলে ভবিষ্যতে ভারতে বিনিয়োগে আগ্রহী মার্কিন শিল্পপতিরা। যদি নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো না হয়, তা হলে সেটা সম্ভব হবে না। তাই তাঁরা চাপ দিচ্ছেন মার্কিন সরকারকে। ফলে এখন নরেন্দ্র মোদীকে বরণ করে নিতে তৈরি মার্কিন প্রশাসন।

মার্কিন বিদেশমন্ত্রী জন কেরি বলেছেন, "নরেন্দ্র মোদী ও বিজেপি-কে অভিনন্দন। এক সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।" বিপুল জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী বেন রোডস-ও।

English summary
US President calls Narendra Modi, invites him to America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X