For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভাঙ্কার উপরে হামলার ছক আইএসের, গোয়েন্দা সূত্র পেয়েই হায়দরাবাদে কড়া নিরাপত্তা

ভারত সফররত ইভাঙ্কার উপরে লোন উলফ হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা।

  • |
Google Oneindia Bengali News

ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এই প্রথম ভারত সফরে এলেন। হায়দরাবাদে বিশ্ব উদ্যোগপতিদের সম্মেলেনে যোগ দেবেন তিনি। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে হায়দরাবাদ। তবে তার মাঝেই মার্কিন গোয়েন্দাদের সতর্কবাণী ভেসে এসেছে। জানানো হয়েছে, ভারত সফররত ইভাঙ্কার উপরে লোন উলফ হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা।

ইভাঙ্কার উপরে হামলার ছক আইএসের, গোয়েন্দা সূত্র পেয়েই হায়দরাবাদে কড়া নিরাপত্তা

[আরও পড়ুন:আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলনে যোগ দিতে হায়দরাবাদে ইভাঙ্কা ট্রাম্প, আমেরিকাতেও কেন বিতর্ক, জানুন][আরও পড়ুন:আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলনে যোগ দিতে হায়দরাবাদে ইভাঙ্কা ট্রাম্প, আমেরিকাতেও কেন বিতর্ক, জানুন]

তেলাঙ্গানার এক সর্বোচ্চ পুলিশ আধিকারিক জানিয়েছেন, মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা জারি করেছেন। জিইএস (গ্লোবাল আন্তঃপ্রেনিয়র সামিট) সম্মেলনে ইভাঙ্কার উপরে জঙ্গি হামলা হতে পারে। তবে কোনও নির্দিষ্ট হুমকি দেয়নি আইএস।

যদিও লোন উলফ হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হায়দরাবাদে ২০০জন আইএস সন্দেহভাজনের তালিকা রয়েছে পুলিশের হাতে। এরা সকলেই জেহাদি ভাবধারায় বিশ্বাসী। তাদের উপরে কড়া নজর রেখেছে পুলিশ।

মার্কিন নিরাপত্তারক্ষীদের পাশাপাশি তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল ইভাঙ্কার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সহ অন্য ভিভিআইপিদের নিরাপত্তায় রয়েছে এসপিজি-র বিশেষ সুরক্ষা বলয়। তাছাড়াও নিরাপত্তার অন্য বিশেষ বলয় ঘিরে থাকবে ইভাঙ্কাকে। সবমিলিয়ে জিইএস সম্মেলনের নিরাপত্তার জন্য ১০ হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

[আরও পড়ুন:জিইএস সম্মেলনে হায়দরাবাদে ইভাঙ্কা, একনজরে জেনে নিন অনুষ্ঠানের খুঁটিনাটি][আরও পড়ুন:জিইএস সম্মেলনে হায়দরাবাদে ইভাঙ্কা, একনজরে জেনে নিন অনুষ্ঠানের খুঁটিনাটি]

English summary
US intelligence warns of lone-wolf ISIS attack on Ivanka Trump in GES 2017 summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X