#MeToo- নিয়ে চাপ বাড়ছে মোদীর মন্ত্রীর ওপর! এবার অভিযোগ ট্রাম্পের দেশের সাংবাদিকের
যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বিপদ যেন বেড়েই চলেছে বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবরের। এবার এমজে আকবরের বিরুদ্ধে অভিযোগ করলেন আমেরিকার সাংবাদিক মাজলি দ্য পুয়ে কাম্প।

আমেরিকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সাংবাদিকের অভিযোগ, আকবরের অধীনে এশিয়ান এজ খবরের কাগজে তিনি ইনটার্ন শিপ করেছিলেন। ইনটার্ন শিপের শেষ দিনে ঘটনাটি ঘটেছিল। যখন তিনি এমজে আকবরকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে যান, তখনই ঘটনাটি ঘটে।

মহিলা সাংবাদিকের বয়ান অনুযায়ী, তিনি আকবরের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই হাত চেপে ধরে কাছে টেনে নিয়েছিলেন বর্তমান বিজেপি সরকারের এই মন্ত্রী। চুম্বন করেছিলেন। এমনকি বলপূর্বক তাঁর জিভটিও তাঁর( মহিলা সাংবাদিক) মুখে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন মাজলি দ্য পুয়ে কাম্প। টুইটারে ঘটনাটি শেয়ারও করেছেন তিনি।
গত সোমবার সন্ধ্যায় চার মহিলা সাংবাদিক যৌন হেনস্থার অভিযোগ তোলেন বরিষ্ঠ সাংবাদিক তথা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে। প্রিয়া রমণী নামে এক মহিলা সাংবাদিক আকবরকে নিশানা করেন। ২০১৭ সালের অক্টোবরে ভগ ম্যাগাজিনে সেই অভিজ্ঞতার কথা প্রকাশিত হয়েছিল বলে জানা গিয়েছে। সোমবার তা নিয়ে ফের টুইট করেছেন তিনি। সেই টুইট সামনে আসতেই আরও তিনজন মহিলা সাংবাদিক একই অভিযোগ করেন।
এমজে আকবরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যখন তিনি একটি সংবাদ মাধ্যমের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন।
এই মুহুর্তে আফ্রিকায় সরকারি সফরে রয়েছেন। এসম্পর্কে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি যেই মন্ত্রীর অধীনে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও এই বিষয়ে নীরবই রয়েছেন। তবে দলের সভাপতি অমিত শাহ বলেছেন, আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।
ভারতে মি-টু নিয়ে সম্প্রতি অভিযান শুরু হয়েছে। এই অভিযানে সিনেমা জগতের পাশাপাশি তোলপাড় সংবাদমাধ্যমও।
I extended my hand to him in gratitude, he shoved his 55-yr-old tongue down my 18-yr-old throat. https://t.co/WLTyMndJYd
— Majlie de Puy Kamp (@MajliedePuyKamp) October 12, 2018