For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের কাছে ১১৮০ কোটি টাকার বিশেষ ক্ষেপণাস্ত্র, টর্পেডো বিক্রির অনুমোদন আমেরিকার

ভারতের কাছে ১১৮০ কোটি টাকার বিশেষ ক্ষেপণাস্ত্র, টর্পেডো বিক্রির অনুমোদন আমেরিকার

  • |
Google Oneindia Bengali News

দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ভারত। এবার সোমবার মার্কিন প্রশাসন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ভারতকে তারা হারপুন ব্লক টু মিসাইল ও লাইট ওয়েট টর্পেডো বিক্রি করতে চলেছে। যার বাজারদর ১৫ কোটি ৫০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ১১৮০ কোটি টাকার সামান্য বেশি।

ভারতই প্রথম অস্ত্র কেনার প্রস্তাব দেয় আমেরিকার কাছে

ভারতই প্রথম অস্ত্র কেনার প্রস্তাব দেয় আমেরিকার কাছে

সূত্রের খবর, মিসাইলের দাম ৯২ মিলিয়ন ডলার এবং টরপেডোর দাম ৬৩ মিলিয়ন ডলার। মার্কিন কংগ্রেসে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুটি অস্ত্র কেনার ক্ষেত্রেই আমেরিকার কাছে ভারতই প্রথম প্রস্তাব দেয় বলে পেন্টাগন সূত্রে জানানো হয়েছে।

১২৪ কিমি পর্যন্ত লক্ষ্যভেদে সক্ষম হার্পুন ক্ষেপণাস্ত্র

১২৪ কিমি পর্যন্ত লক্ষ্যভেদে সক্ষম হার্পুন ক্ষেপণাস্ত্র

সূত্রের খবর, ১০টি এজিএম-৮৪এল হার্পুন ব্লক ২ ক্ষেপণাস্ত্রের প্রতিটি ১২৪ কিমি দূরে লক্ষ্যভেদ করতে সক্ষম। একই সাথে তালিকায় থাকছে ১৬টি এমকে ৫৪ অল আপ লাইটওয়েট টর্পেডো এবং সেই সঙ্গে তিনটি এমকে ৫৪ এক্সারসাইজ টর্পেডোও।

আঞ্চলিক হামলা ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করবে এই বিশেষ অস্তর ভান্ডার

আঞ্চলিক হামলা ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করবে এই বিশেষ অস্তর ভান্ডার

একইসাথে হার্পুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জলযুদ্ধে পি-৮১ যুদ্ধবিমানে ব্যবহার করার জন্য অত্যন্ত শক্তিশালী বলেও জানা যাচ্ছে। আঞ্চলিক হামলা ঠেকাতে এবং অন্তর্বর্তী নিরাপত্তা জোরদার করতে এই অস্ত্র বিশেষ ভূমিকা পালন করবে বলে মত বিশেষজ্ঞদের। দূরপাল্লার সাবমেরিন যুদ্ধ, আকাশযুদ্ধ ছাড়াও নজরদারি, গোয়েন্দা ও প্রত্যাঘাতজনিত অভিযানের কথা মাথায় রেখেই এগুলি মূলত কেনা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

English summary
India is about to buy 1180 core of special missile, torpedo from the US,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X