For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবি : ৯ বছরের বরফ গলে জল, মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

Google Oneindia Bengali News

গান্ধীনগর (গুজরাট), ১৩ ফেব্রুয়ারি : অবশেষে ৯ বছরের দূরত্ব মিটল। গান্ধীনগরে গিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। বুধবার রাতেই আমেদাবাদে পৌছন পওয়েল।

গান্ধীনগরে মোদীর বাড়িতেই মোদী-পওয়েল হাইপ্রোফাইল বৈঠক বসে। ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কী করা যায় সে বিষয়ে পওয়েল মোদীর সঙ্গে আলোচনা করেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

এদিন মোদী-পাওয়েল বৈঠক ইতিবাচক হয়েছে বলেই ইঙ্গিত মিলেছে

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পকর্কে আরও মজবুত করার বিষয়ে দুঝনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মোদী-পওয়েল বৈঠক সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

পওয়েল তিন দিনের সফরে গুজরাতে এসেছেন। দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি। অন্যটি জনপ্রিয় মহিলা সংস্থা 'সেলফ এমপ্লয়েড ওমেন অ্যাোসসিয়েশন'-এর উদ্যোগে একটি অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করবেন পওয়েল।

তিনদিনের গুজরাত সফরে সর্দার বল্লভ ভাই পটেল মেমোরিয়ালও যাবেন। এদিন মোদী-পাওয়েল বৈঠক ইতিবাচক হয়েছে বলেই ইঙ্গিত মিলেছে।

২০০৫ সালে আমেরিকা মোদীর ভিসা নাকচ করে। শুধু তাই নয়, এর পর থেকে বার বারই মোদীকে ভিসা না দেওয়ার অবস্থানেই অনড় থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনি মোদী বয়কটের ৯ বছর কেটে গিয়েছে। এর পর লোকাসভা নির্বাচনের আগে পওয়েল-মোদী বৈঠক অত্যন্ত অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কী করা যায় সে বিষয়ে পওয়েল মোদীর সঙ্গে আলোচনা হয়।

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

এদিন আলোচনা হয় দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পকর্কে আরও মজবুত করার বিষয়েও।

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

করমর্দন। মার্কিন রাষ্ট্রদূতকে মোদীর অভিনন্দন।

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

ফুলের তবকে গুজরাতে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগতম জানালেন মোদী।

English summary
US ambassador Nancy Powell meets Narendra Modi in Gandhinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X