২০১৯ ভোটের আগে হিন্দু ধর্ম নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে উর্মিলা পেশ করলেন নয়া বক্তব্য
মুম্বই দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। কিছুদিন আগেই তাঁকে নিয়ে রীতিমত বিতর্ক ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্মকে হিংসাত্মক ধর্ম হিসাবে মন্তব্য করার পর থেকে বিতর্ক ।যেমন দানা বেঁধে ছিল, তেমনই তাঁর বিরুদ্ধে কমিশনে মামলাও দায়ের হয়। যদিও গোটা বিষয়টি নিয়ে সেভাবে আমল দিতে রাজি নন উর্মিলা।

উর্মিলা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এক্কেবারে ভিত্তিহীন। তাঁর দাবি,তাঁর মন্তব্যকে ভুলভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। উর্মিলার দাবি, তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি একদমই বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে মন্তব্য করেছেন। বিজেপি যেভাবে হিন্দুত্ববাদকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা ভুল পথ। উর্মিলার দাবি,'হিন্দু ধর্ম শান্তির প্রতীক।'
[আরও পড়ুন: বিজেপির 'সংকল্প পত্র' প্রকাশ! গুরুত্ব দেওয়া হল যেসব বিষয়ে, দেখুন ভিডিও]
এর আগে, উর্মিলাকে বলতে শোনা যায় ,'বর্তমান পরিস্থিতিতে হিংসা আর গভীর অসহিষ্ণুতা দানা বাঁধছে।গত ৫ বছরে তা বেড়েছে।.. যা চলছে বর্তমানে তা অসহনীয়। ' এরপর উর্মিলা বলেন, ' যে ধর্ম সহিষ্ণুতার জন্য পরিচিত,তা এখন সবচেয়ে বেশি হিংসাত্মক।আর এজন্যই আমি নরেন্দ্র মোদীর সরকারকে অপছন্দ করি।'উল্লেখ্য, ১৭ তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। মুম্বইয়ে ২৯ এপ্রিল ভোট গ্রহণ।
[আরও পড়ুন:নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে বিজেপি, নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি রাজনাথের]
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]