মই দিয়ে কাঁটাতারের সীমান্ত টপকে এদেশে ঢোকে উরি হামলার জঙ্গিরা
শ্রীনগর, ১৭ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে হামলা চালিয়ে ১৯ জন জওয়ানকে মেরে ফেলা চার পাকিস্তানি জঙ্গি সীমান্তের কাঁটাতারের বেড়া মই দিয়ে টপকে এদেশে ঢুকেছিল বলে তদন্তে নেমে জানতে পেরেছে ভারতীয় সেনা। ["দুশমন শিকার, হম শিকারি", এই মন্ত্র জপেই সীমান্তে জঙ্গি মোকাবিলা ভারতীয় সেনার]
সীমান্তের এই কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগও থাকে। ফলে তা টপকে ঢোকা সহজ নয়। তবে সেনা সূত্রে জানা গিয়েছে, সালামাবাদ নল্লাহের কাছে বেড়াজালের মধ্যে কোথাও গলদ ছিল। সেখান থেকেই মইয়ে চেপে ভারতে ঢোকে জঙ্গিরা। [সীমান্তে হামলার অপেক্ষায় কাশ্মীর উপত্যকায় লুকিয়ে ২৫০ পাক জঙ্গি!]

জানা গিয়েছে, ভারতের সীমান্তের দিকে একটি মই রাখা হয়েছিল। ওপারে পাকিস্তান সীমান্তেও ছিল মই। উপরে ওঠার পরে আর একটি মই রেখে সেতু তৈরি করে ইলেকট্রিক কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা। জঙ্গিদের পিঠে ব্যাগের মধ্যে অনেক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ছিল। তা সত্ত্বেও কীভাবে এভাবে সীমান্ত পেরল জঙ্গিরা তা অবশ্যই ভাবাচ্ছে গোয়েন্দাদের। [উর্দুতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা আটক]
মনে করা হচ্ছে, এপারে ভারতে সাহায্যকারী হিসাবে যে দুজনকে উরি হামলার পরে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে গ্রেফতার করেছে সেনা, তারাই এই কাজে চার জঙ্গিকে সাহায্য করেছে। ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার জন্য এনআইএ-র নেতৃত্বে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]