For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্থান-পতন অর্থনীতির অঙ্গ, জিডিপির অধঃপতনে সাফাই অর্থমন্ত্রী নির্মলার

উত্থান পতন অর্থনীতিরই অংশ, তার অর্থ এই নয় যে সরকার কোনও রকম পদক্ষেপ করছে না। মঙ্গলবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Google Oneindia Bengali News

উত্থান পতন অর্থনীতিরই অংশ, তার অর্থ এই নয় যে সরকার কোনও রকম পদক্ষেপ করছে না। মঙ্গলবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত কয়েকমাস ধরে দেশের অর্থনীতির লাগাতার পতন উদ্বেগে ফেলেছে দেশবাসীকে। সবক্ষেত্রেই চরম মন্দা দেখা দিয়েছে। অর্থমন্ত্রীর দাবি অর্থনীতিরই অংশ জিডিপি। কাজেই সেক্ষেত্রেও যে উত্থান-পতন থাকবে তা বলাই বাহুল্য।

 জিডিপির হাল ফেরাতে উদ্যোগ

জিডিপির হাল ফেরাতে উদ্যোগ

দেশের অর্থনীতিতে ওঠা-পড়া লেগেই থাকবে। এটা নতুন কিছু ঘটনা নয়। কারণ এটা অর্থনীতিরই অংশ এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর মতে জিডিপিও অর্থনীতির একটি অংশ কােজই সেখানেও উত্থান-পতন থাকবে। সরকার সবরকমই চেষ্টা চালাচ্ছে। এই মধ্যেই জিডিপির হাল অনেকটাই ফিরেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

গাড়ি শিল্পের হাল ফেরাতে উদ্যোগী সরকার

গাড়ি শিল্পের হাল ফেরাতে উদ্যোগী সরকার

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি গাড়ি শিল্পের মন্দা কাটাতে সরকার উদ্যোগী হয়েছে। গাড়ি শিল্পের যে অবস্থা খারাপ রয়েছে সেসম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল সরকার। েসই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। গত একমাসে গাড়ি বিক্রিতে রেকর্ড ঘাটতি দেখা গিয়েছে। যার জেরে একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা উ‌ৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। কয়েকদিন আগেই নির্মলা সীতারমন গাড়ি বিক্রির উপর জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন।

নির্মান শিল্পের ঘাটতি কমানোর উদ্যোগ

নির্মান শিল্পের ঘাটতি কমানোর উদ্যোগ

শেয়ার বাজারের দূরবস্থর কারণে অনেক ক্ষেত্রেই বিনিয়োগে ভয় পাচ্ছেন শিল্পপতিরা। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রিয়েল এসটেটে। একাধিক নির্মাণ শিল্প থমকে িগয়েছে। বাড়ি কেনা বেচা থেকে বিরত থাকতে চাইছেন অধিকাংশ মানুষ। যার কারণ মূলধনে হাত দিতে চাইছেন না কেউ। আর শেয়ার বাজার থেকে টাকা উঠছে না। এই চরম অবস্থা তৈরি হয়েছে। নির্মান শিল্পে যাতে হাল ফেরে সেকারণে সবরকম ব্যবস্থা সরকার নিচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

দেশের অর্থনীতির হাল ফেরাতে একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু তাতে বিশেষ লাভ হবে বলে মনে করছেন না অর্থনীতিবিদরা।

<strong>[আরও পড়ুন: গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান]</strong>[আরও পড়ুন: গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান]

[আরও পড়ুন: আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র][আরও পড়ুন: আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র]

English summary
Ups and down are part of the growth process, says Nirmana Sitaraman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X