For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানাঘাটে সিস্টার ধর্ষণের ঘটনায় মমতার বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা, উত্তাল সংসদ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ মার্চ : রানাঘাটের মিশনারী স্কুলে ৭২ বছরের সন্ন্যাসীনিকে ধর্ষণের আঁচ আরও একবার পৌঁছল সংসদে। পশ্চিমবঙ্গ সরকার ও প্রশাসনের বিরুদ্ধে একাকাট্টা বিরোধিতার সুর শোনা গেল কংগ্রেস, বিজেপি, সিপিএম সাংসদের গলায়। আর তা নিয়েই উত্তাল হল সংসদ।

<strong>রানাঘাটে সিস্টার গণধর্ষণ কাণ্ড : গ্রেপ্তার ৮, সংবাদমাধ্যমের সাহায্য চাইল প্রশাসন</strong>রানাঘাটে সিস্টার গণধর্ষণ কাণ্ড : গ্রেপ্তার ৮, সংবাদমাধ্যমের সাহায্য চাইল প্রশাসন

সিস্টার ধর্ষণ কাণ্ড : উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, দ্রুত রিপোর্ট চাইলেন রাজ্যের কাছেসিস্টার ধর্ষণ কাণ্ড : উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, দ্রুত রিপোর্ট চাইলেন রাজ্যের কাছে

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া অভিযোগ তোলেন, পশ্চিমবঙ্গ সরকার ও প্রশাসন মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রত্যেকবার এধরণের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েই ক্ষান্ত হন।

রানাঘাটে সিস্টার ধর্ষণের ঘটনায় মমতার বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা, উত্তাল সংসদ

অন্যদিকে একই সুর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরির গলাতেও। তিনি বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রানাঘাট ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের ছবি থাকলেও কেন চারদিন কেটে যাওয়া সত্ত্বেও গ্রেফতার করা হয়নি কাউকেউ। এদিন সুর চড়িয়েছেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও। একই মন্তব্য শোনা গিয়েছে তাঁর গলাতেও।

যদিও তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দাগে বিজেপির বিরুদ্ধেই। সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে সংসদে পাল্টা বিজেপিকে আক্রমণ করতে থাকেন তাঁরা।

অধ্যক্ষ সুমিত্রা মহাজ সাংসদদের কাছে অনুরোধ করতে থাকেন যাতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। অন্যদিকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, পশ্চিমবঙ্গ বা হরিয়ানায় যে ঘটনা ঘটেছে, তা নিয়ে একে ওপরের ওপর কাদা ছোঁড়াছুড়ি করে কোনও লাভ নেই। বরং একত্রে এই ঘটনার বিরোধিতা করা উচিত।

English summary
Uproar in Lok Sabha over Bengal nun gang-rape case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X