For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

JPC বা সুপ্রিম কোর্টের নজরদারিতে আদানির বিরুদ্ধে তদন্ত দাবি! হইহট্টগোলে মুলতুবি সংসদের অধিবেশন

বাজেটের পরের দিন অধিবেশন বসতেই বিরোধীদের দাবিতে উত্তাল সংসদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি তোলেন। সংসদের কাজ স্থগিত রেখে আ

  • |
Google Oneindia Bengali News

বাজেটের পরের দিন অধিবেশন বসতেই বিরোধীদের দাবিতে উত্তাল সংসদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি তোলেন। সংসদের কাজ স্থগিত রেখে আলোচনার দাবি করেন বিরোধীরা।

এই নিয়ে হইহট্টগোল শুরু হতেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

প্রথমেই বিরোধী দলগুলির বৈঠক

এদিন অধিবেশন শুরুর আগে সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করতে সংসদ ভবনে মিলিত হয়েছিলেন বিরোধী নেতারা। সেই বৈঠকে কংগ্রেস ছাড়াও তৃণমূলের তরপে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন। ছিলেন সিপিআইএম-সহ অন্য বামদলের প্রতিনিধিরাও। সব মিলিয়ে সেখানে ১৩ টি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। তাঁরা সেখানে অধিবেশনে আদানি গ্রুপ ইস্যুতে আলোচনার দাবি করার সিদ্ধান্ত নেন।
সেই মতো মল্লিকার্জুন খারগে এলআইসি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাজার মূল্য হ্রাস নিয়ে আলোচনার দাবি করে রাজ্যসভায় ২৬৭ ধারায় নোটিশ দেন। লোকসভায় কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর মুলতুবি প্রস্তাবের নোটিশ দেন।

সংসদের অধিবেশন মুলতুবি

বেলা ১১ টায় অধিবেশন বসতেই লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে বিষয়টি নিয়ে হইহট্টগোল শুরু হয়। তারপরেই দুই কক্ষেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, বিরোধীরা যে কোনও বিষয়ের ওপরে আলোচনার দাবি করতে পারেন। তবে তার আগে বাজেট ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে গঠনমূলক পরামর্শ দিতে হবে। তিনি বিরোধীদের কাছে হাউজ সুষ্ঠুভাবে চলতে দেওয়ার আবেদন করেন।

হিন্ডেনবার্দের রিপোর্ট ও আদানি গোষ্ঠী

হিন্ডেনবার্দের রিপোর্ট ও আদানি গোষ্ঠী

২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীকে নিয়ে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ করে। পাল্টা আদানি গোষ্ঠী দাবি করে, হিন্ডেনবার্গের প্রকাশ করা তথ্য ভুল। ভারতীয় সংস্থার বিরুদ্ধে অসম্মানের অভিযোগ করে আদানি গোষ্ঠী। এব্যাপারে রবিবার আদানি গোষ্ঠীর তরফে ৪১৩ পাতার রিপোর্ট প্রকাশ করা হয়। পাল্টা হিন্ডেনবার্গ বলে, আদানি গোষ্ঠী তাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে শেয়ার বাজারে প্রতিদিনই আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দাম পড়ছে। সর্বশেষ তারা এফপিও শেয়ার বিক্রি বাতিল করে দেয়।

সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের দাবি

কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খারগের নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করে বিরোধীরা। সেখানে খারগে বলেন, হিন্ডেনবার্গের রিপোর্টের পরে একটি কোম্পানির শেয়ার মূল্যে পতন হয়েছে। কোম্পানির মালিকার নাম সবার জানা বলেন তিনি। এই ধরনের কোম্পানির কাছ থেকে সরকার কীভাবে টাকা পাচ্ছে প্রশ্ন করেন তিনি।

খারগে বলেন, তারা এব্যাপারে একটি তদন্ত চান। হয় সেখানে জেপিসি তৈরি করা হোক, না হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্তাবধানের তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা হোক। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, প্রিয়ঙ্কা চতুর্বেদী এবং আরজেডি সাংসদ মনোজ ঝায়ের মতো নেতারা।

Weather News: একধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রির বেশি! শীতের নতুন স্পেলে একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়াWeather News: একধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রির বেশি! শীতের নতুন স্পেলে একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

English summary
Uproar due to Demanding discussion on Adani issue by opposition, Lok Sabha-Rajya Sabha session suspends
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X