For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ণবৈষম্যের অমাবনবিক ছবি: দলিতদের কুয়োতে কেরোসিন ঢালল উচ্চবর্ণের প্রতিনিধিরা

জাতপাতের বৈষম্যের এক নির্মম ছবি উঠে এলো মধ্যপ্রদেশের ভোপালের মানাগ্রামে। সেখানে মানা গ্রামে নিম্ন বর্ণ অধ্যুষিত এক এলাকার কুয়োতে ক্যারোসিন ঢেলে দেওয়া হয়

  • |
Google Oneindia Bengali News

ভোপাল, ৩০ এপ্রিল: জাতপাতের বৈষম্যের এক নির্মম ছবি উঠে এলো মধ্যপ্রদেশের ভোপালের মানাগ্রামে। সেখানে মানা গ্রামে নিম্ন বর্ণ অধ্যুষিত এক এলাকার কুয়োতে ক্যারোসিন ঢেলে দেওয়া হয়। উল্লেখ্য ওই গ্রামে নিম্নবর্ণের বা দলিতদের জন্য একটি কুয়োই ধার্য ছিল জলপান করার জন্য।

অভিযোগ , এই কাজ করেছেএলাকার উচ্চবর্ণ সম্প্রদায়ের মানুষরা। এই অমানবিক ঘটনা কেন্দ্রীভূত হয়েছে গ্রামের এক দলিত ব্যক্তির বাড়িতে বিয়েকে কেন্দ্র করে। যেখানে ঐতিহ্যবাহী ঢোল বাজানোর ব্যবস্থা না করে, ওই ব্যক্তি ব্যান্ড পার্টির ব্যবস্থা করেছিলেন নিজের মেয়ের বিয়েতে।

দলিতদের কুয়োতে কেরোসিন ঢালল উচ্চবর্ণের প্রতিনিধিরা

আর এতেই অসন্তুষ্ট হয় গ্রামের উচ্চবর্ণের মানুষরা। এর আগেও তারা ওই নিম্ন বর্ণের ব্যক্তিকে ,নিজের বাড়ির বিয়েতে ব্যান্ড পার্টি না আনার জন্য হুমকি দেয়। তবে ওই ব্যক্তি তা না মানায়,শেষমেশ কুয়োতে কেরোসিন ঢালার মতো অমানবিক পদক্ষেপ নেয় গ্রামের উচ্চবর্ণের ব্যক্তিরা।

গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয় পুলিশে। পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

English summary
Upper caste members pour kerosene in well used by Dalits for using band in marriage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X