For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন ২০১৯-এর আগে অশনি সংকেত মোদী-শিবিরে, আরও এক সঙ্গী হারাতে পারে এনডিএ

লোকসভা যত এগিয়ে আসছে, ততই নড়বড়ে হচ্ছে এনডিএ-র খুঁটি। ইতিমধ্যেই এনডিএ ছেড়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। উদ্ধব ঠাকরের শিবসেনাও বেঁকে বসে আছে।

Google Oneindia Bengali News

লোকসভা যত এগিয়ে আসছে, ততই নড়বড়ে হচ্ছে এনডিএ-র খুঁটি। ইতিমধ্যেই এনডিএ ছেড়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। উদ্ধব ঠাকরের শিবসেনাও বেঁকে বসে আছে। পঞ্জাবের আকালি দল, বিহারের এলজেপিও বেসুরো গাইতে শুরু করেছে, এই অবস্থায় আরও এক খারাপ খবর এনডিএ তথা মোদী শিবিরের জন্য।

মিশন ২০১৯-এর আগে অশনি সংকেত মোদী-শিবিরে, আরও এক সঙ্গী হারাতে পারে এনডিএ

এবার এনডিএ শিবিরে থেকে মুখে ঘুরিয়ে নিচে চাইছে বিহারের উপেন্দ্র কুশওয়াহারের দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন কুশওয়াহার, এবার তাঁরা যে ক্রমেই যাদবদের দিকে ঢলে পড়ছেন, সেই ইঙ্গিত মিলেছে দলের সুপ্রিমোর কথাতেই। ফলে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের একবার বিহারে ধাক্কা খেতে পারে বিজেপি।

গত বিধানসভা নির্বাচনে বিহারে মহাজোট করে বিজেপিকে হারিয়েছিলেন রাহুল গান্ধী। লালু-নীতীশের মহাজোট ভেঙে যদিও ক্ষমতার অলিন্দে ফিরেছে বিজেপি। লোকসভা ভোটেও নীতীশ কথা দিয়েছেন মোদী শিবিরেই থাকবেন তিনি। কিন্তু বিজেপি শিবিরে অশনি সংকেত বয়ে আনছেন আর এক জোটসঙ্গী উপেন্দ্র কুশওয়াহার।

তিনি ইঙ্গিতপূর্ণ আভাস দিয়ে জানিয়েছেন, ভার পায়েস বানাতে গেলে যাদবের ঘরের দুধ আর কুশওয়াহারদের ঘরের চালের প্রয়োজন হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, বংশগতভাবে গো-পালন করেন যাঁরা, তাঁরা হলেন যাদব। আর কুশয়াহাররা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন। তাঁর এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, ২০১৯ নির্বাচনে লালুপ্রসাদের আরজেডি-র সঙ্গে জোট করতে পারেন তিনি।

[আরও পড়ুন: অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান প্রতিযোগিতা, ফর্ম-ফিলাপ থেকে ফর্ম জমা কী ভাবে , জানুন][আরও পড়ুন: অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান প্রতিযোগিতা, ফর্ম-ফিলাপ থেকে ফর্ম জমা কী ভাবে , জানুন]

বিহারে যে যাদবদের হাত ধরবে উপেন্দ্র কুশওয়াহারের দল, তা আর নিছক জল্পনা নয়, ইতিমধ্যেই যাদবদের সঙ্গে একজোট হয়ে মণ্ডল কমিশনের প্রধান বিপি মণ্ডলের জন্মদিন পালন করে কুশওয়াহার দল। সেই মঞ্চ থেকে দলিত-ওবিসিদের একজোট হয়ে নির্বাচনে লড়ার পক্ষে সওয়াল করেন তিনি। কারণ, দুধ আর চাল মিশলেই তো ভালো পায়েস হবে না, সেখানে দরকার কাজু-কিসমিস। দলিত ও মহাদলিতদের সেই ভূমিকা পালন করতে হবে।

[আরও পড়ুন:মমতার 'বন্ধু'কে হাতিয়ে নিলেন মোদী! মিশন ২০১৯-এর লক্ষ্যে তৎপরতা রাজধানীতে][আরও পড়ুন:মমতার 'বন্ধু'কে হাতিয়ে নিলেন মোদী! মিশন ২০১৯-এর লক্ষ্যে তৎপরতা রাজধানীতে]

উপেন্দ্র কুশওয়াহারের এই বার্তায় সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। মোদী-শাহরা অনেক আগে থেকেই বুঝতে পেরেছেন, এনডিএ-র এনেক দলই উল্টো সুরে গান গাইছে। তাই তাঁরা এককভাবে লড়াই জেতা সম্ভব নয় ভেবে নতুন জোট সঙ্গীর খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। জেডিইউ-কে তো ফিরিয়েছেনই এবার হাত বাড়িয়েছেন এআইএডিএমকে, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিত, ওয়াইএসআর কংগ্রেসের দিকে।

[আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার এনআরএস-এ! বিপাকে অন্য রোগী ও পরিবারের সদস্যরা][আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার এনআরএস-এ! বিপাকে অন্য রোগী ও পরিবারের সদস্যরা]

English summary
Upendra Kushwahar indicates to leave NDA before 2019 Loksabha Election. He indicates to join with RJD of LaluPrasad Yadav,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X