For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#RailBudget2016 : যাত্রী স্বাচ্ছ্বন্দ্য ও সুরক্ষায় জোর, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর শেষ করার অঙ্গীকার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : রেলমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য রেল বাজেট পেশ করতে চলেছেন সুরেশ প্রভু। গতবার রেল বাজেটের পরে একদফা রেল ভাড়া বেড়েছে। ফলে এবার নতুন করে রেলভাড়া বাড়ানোর পথে রেলমন্ত্রক হাঁটবে না বলেই মনে করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে ভাড়া না বাড়ানোর পথেই হাঁটবে রেল।

একনজরে সম্পূর্ণ রেল বাজেট ২০১৫

অন্যদিকে বেশ কয়েকটি জনবহুল রুটে ইতিমধ্যেই উপরের শ্রেণির ভাড়া বেশ খানিকটা বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম পড়তির দিকে। সেজন্য ভাড়া না বাড়িয়ে রেলের বাণিজ্যিকীকরণ, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে আয় বাড়ানোর কথা ঘোষণা হতে পারে রেল বাজেটে।

#RailBudget2016 : ১২টায় পেশ হবে রেল বাজেট, সমস্ত আপডেট দেখুন এখানে

রেল বাজেটের সমস্ত খবর ও আপডেট দেখে নিন একনজরে

দুপুর ১ টা ১৩ মিনিট : এবছরের রেল বাজেট পেশ শেষ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

দুপুর ১ টা ১২ মিনিট : রেলের সমস্ত সংষ্কৃতি ও ঐতিহ্যকে পাতেয় করে গত বছর থেকেই উন্নয়নের পথে শামিল হয়েছে রেল।

দুপুর ১ টা ১১ মিনিট : আগামী তিন বছরে এক হাজার সোলার পাওয়ার কেন্দ্র তৈরি হবে।

দুপুর ১ টা ১০ মিনিট : ট্রেন চালকদের জন্য যাতে বাথরুমের ব্যবস্থা করা যায় সেজন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

দুপুর ১ টা ৯ মিনিট : হাইস্পিড ডিজেল ট্রেন ব্যবহার করে ব্যয়সঙ্কোচ করা হবে। এছাড়া দুর্ঘটনার মাত্রা একেবারে কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুপুর ১ টা ৮ মিনিট : আরও বেশি পণ্য পরিবহণের লক্ষ্যে আরও বেশি ওয়াগান তৈরি করা হচ্ছে।

দুপুর ১ টা ৬ মিনিট : নিচু প্ল্যাটফর্মকে উন্নত করা ও স্টেশনেক ডিজিট্যালি কীভাবে উন্নত করা যায় সেজন্য গবেষণা চলছে।

দুপুর ১ টা ৫ মিনিট : রেলের গতি বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দুপুর ১ টা ৪ মিনিট : রেলের ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য নতুন করে কর্মী নিয়োগ করবে রেল।

দুপুর ১ টা ৩ মিনিট : মহিলাদের জন্য ১৮২ নম্বর দিয়ে বিশেষ হেল্পলাইন চালু করা হবে। মহিলা সুরক্ষায় বিভিন্ন স্টেশনে সিসিটিভি বসবে।

দুপুর ১ টা ২ মিনিট : ২০টি রেল স্টেশনকে বেছে নিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করা হবে। চেন্নাইয়ে দেশের প্রথম রেল অটো হাব তৈরি হবে।

দুপুর ১ টা ১ মিনিট : রেল স্টেশনগুলিতে সোলার পাওয়ার ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

দুপুর ১ টা : রেল স্টেশনগুলিকে আরও উন্নত করে বাণিজ্যিকভাবে কাজে লাগানো হবে।

দুপুর ১২ টা ৫৯ মিনিট : পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও সরলীকরণ করার চেষ্টা হচ্ছে।

দুপুর ১২ টা ৫৮ মিনিট : আগামী বছরের মধ্যে পণ্য রাখার জন্য অনেক বেশি শেড তৈরি করা হবে।

দুপুর ১২ টা ৫৭ মিনিট : মালগাড়ির ক্ষেত্রেও টাইম-টেবল মেনে গাড়ি চালানোর ব্যবস্থা করা হচ্ছে।

দুপুর ১২ টা ৫৫ মিনিট : ইস্ট-ওয়েস্ট-সহ কলকাতা মেট্রোকে আরও ১০০ কিলোমিটার সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুপুর ১২ টা ৫৪ মিনিট : রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে ট্রেনের উন্নতির জন্য কাজ করা হচ্ছে।

দুপুর ১২ টা ৫২ মিনিট : অমৃতসর, আজমেঢ় শরিফ, দ্বারকা, গয়া, হরিদ্বার, মথুরা,তিরুপতি, বারাণসী ইত্যাদি দেশের সমস্ত দর্শনীয় স্থানগুলির জন্য বিশেষ ট্রেনের পরিকল্পনা করা হয়েছে।

দুপুর ১২ টা ৫১ মিনিট : রেলকর্মীদের জন্য নতুন পোশাক দেওয়া হবে যাতে তাদের আলাদা করে চিহ্নিত করা যায় ও তাদের থেকে সুবিধা পাওয়া যায় তার ব্যবস্থা করা হবে।

দুপুর ১২ টা ৫০ মিনিট : বিজ্ঞাপন দিয়ে স্টেশনের মান বাড়ানো হবে। দুরন্ত এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেসে আঞ্চলিক ভাষায় ঘোষণার ব্যবস্থা হচ্ছে।

দুপুর ১২ টা ৪৯ মিনিট : মহিলা ও শিশুদের জন্য রেলে খাবারের ব্যবস্থা ঠিকমতো করার চেষ্টা হচ্ছে। শিশুরা যাতে বেবি ফুড, দুধ পায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

দুপুর ১২ টা ৪৮ মিনিট : সব স্টেশনে যাতে হুইল চেয়ার পাওয়া যায় সেদিকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কুলিদের এবার থেকে 'সহায়ক' নামে ডাকা হবে।

দুপুর ১২ টা ৪৬ মিনিট : রেলের প্যান্ট্রি থেকে যাতে সুস্বাদু ও তাজা খাবার পাওয়া যায় ও খাবারের মান ভালো হয় সেটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

দুপুর ১২ টা ৪৫ মিনিট : ট্রেন ও স্টেশনে বায়ো টয়লেট তৈরির দিকে নজর দেওয়া হয়েছে।

দুপুর ১২ টা ৪৩ মিনিট : পছন্দমতো আসন বুকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এসএমএস করে কামরা পরিষ্কারের আবেদন জানানো যাবে।

দুপুর ১২ টা ৪২ মিনিট : সমস্ত তৎকাল টিকিট কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সব স্টেশনকে সিসিটিভির আওতায় আনার চেষ্টা করা হবে। ১০০ স্টেশনে হয়েছে, আরও মোট ৪০০ স্টেশনে ওয়াইফাই চালুর চেষ্টা হবে।

দুপুর ১২ টা ৪০ মিনিট : অসংরক্ষিত যাত্রীদের জন্য 'দীনদয়ালু কামরা' লাগানো হবে। 'হামসফর', 'তেজস' ও 'উদয়' নামে নতুন ট্রেন তৈরি হচ্ছে। এতে ওয়াইফাই ও স্থানীয় খাবারের সুযোগ পাওয়া যাবে।

দুপুর ১২ টা ৩৯ মিনিট : রেলের যাত্রা সহজ ও আনন্দময় করার জন্য গত বছর থেকেই চেষ্টা করা হচ্ছে। বয়স্ক, মহিলা, প্রতিবন্ধী মানুষদের রেলযাত্রা যাতে মসৃণ হয় সেজন্য রেলকর্মীরা চেষ্টা করে চলেছেন।

দুপুর ১২ টা ৩৮ মিনিট : পরিবেশ বান্ধব ইঞ্জিন দিয়ে রেল চালানোর চেষ্টা করা হচ্ছে। এতে রেলের থেকে দূষণ অনেক কম হবে।

দুপুর ১২ টা ৩৭ মিনিট : রেল দুর্ঘটনা যাতে আরও বেশি কমানো যায় সেজন্য জাপান ও কোরিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করা হচ্ছে।

দুপুর ১২ টা ৩৫ মিনিট : স্টেশনের আধুনিকীকরণের জন্য বেসরকারি সংস্থাকে রেলের উন্নয়নের যজ্ঞে শামিল করা হয়েছ।

দুপুর ১২ টা ৩৪ মিনিট : পিপিপি মডেলের মধ্য দিয়ে অনেক বেশি সংখ্যক স্টেশনকে আধুনিক স্টেশন হিসাবে গড়ে তোলা হবে।

দুপুর ১২ টা ৩৩ মিনিট : মহিলা ও বয়স্কদের জন্য লোয়ার বার্থের সংখ্যা যাতে আরও বাড়ানো যায় তা চেষ্টা করা হবে। প্রবীণদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।

দুপুর ১২ টা ৩২ মিনিট : যাত্রীদের জন্য জেনারেল কামরাতেও মোবাইল রিচার্জের সুবিধা দেওয়ার চেষ্টা হবে।

দুপুর ১২ টা ৩১ মিনিট : বায়ো টয়লেট তৈরি, পরিষ্কার চাদর ও বালিশ দেওয়া ও হাউস কিপিং সার্ভিস ইত্যাদির দিকেও নজর দিয়েছে রেল।

দুপুর ১২ টা ৩০ মিনিট : যাত্রী সুরক্ষা, পরিচ্ছন্নতা, নিরাপদ যাত্রার দিকে নজর দেওয়া হবে। বিশেষ করে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে রেল বদ্ধপরিকর।

দুপুর ১২ টা ২৮ মিনিট : মোট ৪২টি রেল প্রকল্পকে হাতে নেওয়া হয়েছে। মোট ৯২ হাজার ৭১৪ কোটি টাকা খরচ হবে এর জন্য।

দুপুর ১২ টা ২৭ মিনিট : বিকল্প উপায়ে রেলের আয়বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

দুপুর ১২ টা ২৬ মিনিট : রেলের কাজকর্মকে আরও সুন্দর ও মসৃণ করতে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে।

দুপুর ১২ টা ২৫ মিনিট : দিল্লি-চেন্নাই, খড়্গপুর-মুম্বই, বিজয়ওয়াড়া-খড়্গপুরের মধ্যে পণ্য পরিবহণে রেল যোগাযোগ আরও নিবিড় হবে।

দুপুর ১২ টা ২২ মিনিট : আগামী বছরের জন্য ২৫০০ কিলোমিটার ব্রড গেজ লাইন তৈরির চেষ্টা হবে।

দুপুর ১২ টা ২০ মিনিট : বারাক উপত্যকার মধ্য দিয়ে মণিপুর, শিলচর, অরুণাচলের মধ্যে ব্রড গেজ তৈরি করে রেল যোগাযোগ তৈরি করা গিয়েছে।

দুপুর ১২ টা ১৫ মিনিট : কাশ্মীরে রেল যোগাযোগ আরও ভালো হয়েছে। ইতিমধ্যেই ৩৫ কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে বারামুল্লায়।

দুপুর ১২ টা ১৩ মিনিট : রেলের আয় বৃদ্ধি এবার দশ শতাংশে গিয়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে রেলের উন্নতিতে ৮.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

দুপুর ১২ টা ১২ মিনিট : অনেক বেশি করে ইলেকট্রিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুর ১২ টা ১০ মিনিট : প্রতিদিন রেল লাইনকে ডবল লাইনে পরিণত করার চেষ্টা করা হবে।

দুপুর ১২ টা ০৯ মিনিট : এই রেল বাজেটে ২ হাজার কিলোমিটার ডবল রেল লাইন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুর ১২ টা ০৮ মিনিট : সুরক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হবে। অন্যদিকে রেলের যাতে গতি বাড়ে সেদিকেও নজর দেওয়া হয়েছে। মালগাড়ির ক্ষেত্রে ন্যূনতম ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ও লোকাল ট্রেনের ক্ষেত্রে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চালানোর চেষ্টা হবে।

দুপুর ১২ টা ০৭ মিনিট : আগামী ২০২০ সালের মধ্যে সাধারণ মানুষের চাহিদাকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। ৮৭২০ কোটি টাকা আগের বারের থেকে উদ্বৃত্ত হয়েছে। এই টাকা এবছর কাজে লাগানো হবে।

দুপুর ১২ টা ০৬ মিনিট : সময়ের সঙ্গে সামঞ্জস্য রেকে রেল ব্যবস্থাকে গড়ে তোলা হবে। অপারেটিং রেশিওকে ৯৭ থেকে কমিয়ে ৯২ শতা্ংশে নিয়ে আসার চেষ্টা হবে।

দুপুর ১২ টা ০৫ মিনিট : আধুনিক রেল ব্যবস্থা গড়ে তোলার দিকে এই রেল বাজেটে নজর দেওয়া হয়েছে। এবছর ২০১৬-১৭ সালে রেলের বাজেট ১ লক্ষ ২১ হাজা কোটি টাকা।

দুপুর ১২ টা : রেল বাজেট পেশ পেশ করতে শুরু করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

সকাল ১১ টা ৪০ মিনিট : রেল বাজেটের নথি হাতে রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহার সঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভু।

সকাল ১১ টা ৩০ মিনিট : সাধারণ মানুষের আশা, চাহিদার উপরে ভিত্তি করেই এবারের রেল বাজেট তৈরি করা হয়েছে, জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

সকাল ১১ টা ১৫ মিনিট : রেল বাজেট পেশের আগে নিজের বাসভবন থেকে বেরিয়ে রেল ভবনে গেলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

সকাল ১১ টা :

সকাল ১০ টা ৪৮ মিনিট : দেখা যাক মানুষ বুলেট ট্রেন পায় নাকি বুলেটের গুলি এসে মানুষের গায়ে লাগে। রেলমন্ত্রীর বাজেটের আগে কড়া প্রতিক্রিয়া লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের।

সকাল ১০ টা ২২ মিনিট : সংসদে স্নিফার ডগ দিয়ে রেল বাজেটের কপি পরীক্ষা করছেন নিরাপত্তারক্ষীরা।

সকাল ৯ টা ৪৪ মিনিট : সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এবারের রেল বাজেট তৈরি করা হয়েছে : মনোজ সিনহা, রেল প্রতিমন্ত্রী।

সকাল ৯ টা ৩০ মিনিট : রেল বাজেটের কপি আনা হয়েছে সংসদে।

সকাল ৯ টা ২০ মিনিট :

সকাল ৯ টা : এদিন দুপুর ১২ টায় সংসদে রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা ও অন্যান্য বোর্ড সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

English summary
Suresh Prabhu to present Railway Budget for the 2nd time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X