For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও সঙ্কটে অটল, প্রাক্তণ প্রধানমন্ত্রীর জন্য এইমস-এর বাইরে ভিড়, তৈরি হল মেডিক্যাল বোর্ড

এখনও সঙ্কটে অটল বিহারী বাজপেয়ী। তাঁর শারীরিক অবস্থা এতটাই সঙ্কটে যে খোদ এইমএস কর্তৃপক্ষ উৎকন্ঠা প্রকাশ করেছে। প্রাক্তণ প্রধানমন্ত্রীর অধিকাংশ অঙ্গ-প্রতঙ্গ কাজ করছে না।

Google Oneindia Bengali News

এখনও সঙ্কটে অটল বিহারী বাজপেয়ী। তাঁর শারীরিক অবস্থা এতটাই সঙ্কটে যে খোদ এইমএস কর্তৃপক্ষ উৎকন্ঠা প্রকাশ করেছে। দেশের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রীর অধিকাংশ অঙ্গ-প্রতঙ্গ কাজ করছে না বলেই হাসপাতাল সূত্রে খবর। পরিস্থিতি জটিল হওয়ায় অটল বিহারী বাজপেয়ীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সঙ্কটে অটল, রাতভর নেতাদের আনাগোনা

গত দু'মাস ধরে এইমস-এর কার্ডিও থোরাসিক ওয়ার্ডে ভর্তি রয়েছেন অটল বিহারী বাজপেয়ী। এইমস-এর দোতলায় অটল বিহারীর জন্য এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ৯ জনের একটি মেডিক্যাল বোর্ড প্রাক্তণ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উপরে নজর রেখে চলেছে। এইমস-এর বাইরে বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা।

তিরানব্বই বছরের অটল বিহারী বাজপেয়ী কিডনির সমস্যায় ভুগছেন। এর সঙ্গে রয়েছে বার্দ্ধক্য জনিত সমস্যা। ১১ জুন কিডনি, মূত্রনালি এবং বুকে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন। এছাড়াও তাঁর ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। বর্তমানে একটি কিডনিও কাজ করছে না। এছাড়াও ২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকে ডিমেনশিয়াতেও আক্রান্ত হন তিনি। গত কয়েক বছর ধরেই লোক চিনতে তাঁর অসুবিধাও হচ্ছিল।

দিন কয়েক ধরেই অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। যার জন্য ১১ অগাস্ট এইমস-এ গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে দেখে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বুধবার স্বাধীনতার দিবসের অনুষ্ঠানের মধ্যেও এইমস-এ যান কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। এরপরই রাতে এইমএস-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ৪৩ মিনিট ধরে হাসপাতালে ছিলেন। রাতের দিকে হাসপাতালে আসেন শাহনওয়াজ হোসেন, হর্ষবর্ধন, পীযূষ গোয়েল, সুরেশ প্রভু, অশ্বিনী কুমার-দের মতো বিজেপি-র শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার সকালে এইমস-এ আসেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। অমিত শাহরা।

[আরও পড়ুন:প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর সাফল্যের অধ্যায় কোন পর্বগুলি জায়গা করেছে][আরও পড়ুন:প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর সাফল্যের অধ্যায় কোন পর্বগুলি জায়গা করেছে]

১৯২৪ সালের ২৫ ডিসেম্বর গোয়ালিওরে জন্ম অটল বিহারীর। ছোট থেকেই জড়িয়ে পড়েছিলেন ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে। কলেজে পড়তে পড়তে জড়িয়ে পড়েন প্রত্যক্ষ রাজনীতিতে। তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। একবার মাত্র ১৩ দিনের জন্য ক্ষমতায় ছিল তাঁর সরকার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে ৫ বছরের ক্ষমতাকালকে পূরণ করেছিলেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অটল বিহারী বাজপেয়ী অন্যতম। ভারতরত্ন সম্মানেও ভূষিত হয়েছেন তিনি।

[আরও পড়ুন: বাজপেয়ীর অবস্থা আরও সংকটজনক! দিল্লি যাচ্ছেন মমতা][আরও পড়ুন: বাজপেয়ীর অবস্থা আরও সংকটজনক! দিল্লি যাচ্ছেন মমতা]

[আরও পড়ুন: সঙ্কটজনক অটল বিহারী বাজপেয়ী, দেওয়া হল ভেন্টিলেশনে, হাসপাতালে মোদী ][আরও পড়ুন: সঙ্কটজনক অটল বিহারী বাজপেয়ী, দেওয়া হল ভেন্টিলেশনে, হাসপাতালে মোদী ]

English summary
There is not a sign of improvement of Atal Bihari vajpayee's health condition. Yesterday suddenly the health condition of former PM has dropped.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X