For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এএমইউ-র ৫৮ ছাত্রকে নোটিশ পাঠাচ্ছে যোগী সরকার

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ৫৮ জন ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের বিজেপি সরকার।

  • |
Google Oneindia Bengali News

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ৫৮ জন ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। সম্প্রতি স্থানীয় জেলা প্রশাসনের তরফে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কাছে এই ৫৮ জন ছাত্রের বাড়ির ঠিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও সেখানে মিছিল বিক্ষোভ করে এই ছাত্ররা আইন ভেঙেছে।

কেমন নোটিশ

কেমন নোটিশ

অতিরিক্ত দায়রা ম্যাজিস্ট্রেট রঞ্জিত সিং এদিন জানিয়েছেন, এমন ধরনের নোটিশ জারি করার আগে পরিবারের অন্যান্য তথ্য প্রয়োজন। যার ফলে ওই ছাত্রদের সম্পর্কে নানা তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জানেন না বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র

জানেন না বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র

এই যে নোটিশটি পাঠানো হবে তা ফৌজদারি আইনের ১০৭ নম্বর ধারা অনুযায়ী। এই বিষয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে গিয়েছেন।

গতবছরের শেষ থেকে বিতর্ক

গতবছরের শেষ থেকে বিতর্ক

গত বছরের ১৬ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছিল ছাত্ররা। তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ঘোষণা করে দেওয়া হয়। গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। তবে উত্তেজনা প্রশমিত না হওয়ায় অথবা আরও উত্তেজনা সৃষ্টি হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন কেন্দ্র করে, সেই আশঙ্কা করে ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

English summary
UP Yogi govt to send notices to 58 AMU students for participating in anti-CAA protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X