For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসকদের ওপর হামলায় এবার দোষীর ১০ বছরের কারাদণ্ড! আসছে নয়া বিল

কয়েক মাস আগেই এনআরএস-এ চিকিৎসক নিগ্রহের ঘটনায় গোটা রাজ্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ক্ষুব্ধ চিকিৎসকদের আন্দোলনের জেরে ক্রমেই ভেঙে পড়তে থাকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা।

  • |
Google Oneindia Bengali News

কয়েক মাস আগেই এনআরএস-এ চিকিৎসক নিগ্রহের ঘটনায় গোটা রাজ্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ক্ষুব্ধ চিকিৎসকদের আন্দোলনের জেরে ক্রমেই ভেঙে পড়তে থাকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। এরপর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চিকিৎসরা নিজেদের দাবি দাওয়া দৃপ্ত কণ্ঠে জানান। এই ঘটনার কয়েক মাসের মধ্যেই অসমের চাবাগানে ৭৩ বছর বয়সী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এমন এক প্রেক্ষাপটে আসতে শুরু করেছে নয়া বিল। যে বিলের খসরা প্রস্তাব পেশ হয়েছে।

কোন সাজা মিলতে পারে চিকিৎসক নিগ্রহের জন্য?

কোন সাজা মিলতে পারে চিকিৎসক নিগ্রহের জন্য?

হাসপাতালে ঢুকে চিকিৎসকদের মারধর করলেই এবার থেকে হতে পারে ১০ বছর পর্যন্ত জেল। সঙ্গে হতে পারে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা। যেভাবে দেশের চারিদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা চলছে তাতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে এমন একটি বিলের খসড়া তৈরি হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বার্তা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বার্তা

কেন্দ্র জানিয়েছে, যেভাবে দেশজুড়ে চিকিৎসকদের ওপর গণপিটুনির ঘটনা ঘটছে, তা সরকার বন্ধ করতে উদ্যোগী। এজন্য জনতার তৈরি খসড়া প্রস্তাব ' হেল্থ কেয়ার সার্ভিস পার্সোনাল অ্যান্ড ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট' বিল নিয়ে জনতার কাছ থেকেও মতামত জানতে চেয়েছে কেন্দ্র। তবে তা পাঠাতে হবে ৩০ দিনের মধ্যে।

 স্বাস্থ্য মন্ত্রক কী ভাবছে!

স্বাস্থ্য মন্ত্রক কী ভাবছে!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে চিকিৎসকদের ওপর হিংসার ঘটনা কমিয়ে আনাটা জরুরি হয়ে পড়েছে। দোষীদের শাস্তির জন্য কড়া ব্যবস্থার পথে হাঁটবারই ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। শুধু চিকিৎসকরা নন, চিকিৎসা সংক্রান্ত যেকোনও কেন্দ্রের যন্ত্রপাতি নষ্টের জন্যও আঁটোসাটো ব্যবস্থার কথা ভাবছে কেন্দ্র। এমনই দাবি করেছে কেন্দ্র।

<strong>[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি! তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক অর্জুন সিং]</strong>[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি! তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক অর্জুন সিং]

[আরও পড়ুন:কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে গিয়ে পর্নতারকার ছবি রিটুইট পাকিস্তানি বাসিতের][আরও পড়ুন:কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে গিয়ে পর্নতারকার ছবি রিটুইট পাকিস্তানি বাসিতের]

English summary
Up To 10 Years' Jail Proposed For Violence Against Doctors In Draft Bill.The development comes three days after a mob killed a retired 73-year-old doctor at a tea estate in Assam because he was not present when a temporary worker died at the estate hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X