For Quick Alerts
For Daily Alerts
কুসংস্কার-ব্ল্যাক ম্যাজিকে আচ্ছন্ন রাজনীতি, অস্বস্তি বাড়ছে উত্তরপ্রদেশ-তামিলনাড়ুতে
চেন্নাই/লখনউ, ২৭ অক্টোবর : রাজনীতি আর গণতন্ত্রের ধার ধারে না। দুর্নীতির, ক্ষমতার লোভ ক্রমেই রাজনীতির পরিপূরক হয়ে উঠছে। রাজনীতি অনেকটা ম্যাজিকের মতো। যেখানে নিজের কেরামতি দেখানোর জন্য মানুষের বিশ্বাস নিয়ে কারচুপি করা হয়। দুই দিকের সমতা বজায় থাকলেই তৈরি হবে বিভ্রান্তি, তৈরি করা যাবে নতুন বিশ্বাস-অবিশ্বাসের খেলা। আর ক্ষমতার হাসিলের লড়াই বাদ পড়ে না কোনও পথই।
ঠিক যেমনটা হয়েছে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর রাজনীতিতে। ক্ষমতা পাওয়ার চেষ্টায় ঝাকফুঁক, কালাজাদুর মারও বাদ যাচ্ছে না।
{photo-feature}