
মিড ডে মিলে নুন-ভাতের পর এবার নুন-রুটি, নয়া কাণ্ড যোগীর মির্জাপুরে
পশ্চিমবঙ্গের হুগলিতে একটি স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত খেতে দেওয়াকে কেন্দ্র করে সারা রাজ্য তোলপাড় হয়েছে। সেই খবর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে। এবার সেই একই ঘটনা ঘটল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে।

সেখানে পড়ুয়াদের পাতে নুন থাকলেও ভাত বদলে গেল রুটিতে। অর্থাৎ পড়ুয়াদের খেতে দেওয়া হয়েছিল শুধু নুন-রুটি। যে ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মির্জাপুরে হিনৌতা গ্রামে এই ঘটনা ঘটেছে।
Mirzapur: Students at a primary school in Hinauta seen eating 'roti' with salt in mid-day meal. District Magistrate Anurag Patel says, "negligence happened at teacher & supervisor's level. The teacher has been suspended. A response has been sought from supervisor" pic.twitter.com/i8rgtJO5xc
— ANI UP (@ANINewsUP) August 22, 2019
সংবাদ সংস্থা এএনআই কিছু ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, পড়ুয়ারা মাটিতে বসে রয়েছে এবং তাদের পাতে রুটির সঙ্গে শুধু নাম দেওয়া হয়েছে।
This clip is from a @UPGovt school in east UP's #Mirzapur . These children are being served what should be a 'nutritious' mid day meal ,part of a flagship govt scheme .On the menu on Thursday was roti + salt !Parents say the meals alternate between roti + salt and rice + salt ! pic.twitter.com/IWBVLrch8A
— Alok Pandey (@alok_pandey) August 23, 2019
এই ঘটনায় মির্জাপুরের জেলাশাসক অনুরাগ প্যাটেল কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষক এবং স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই কাজের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের সাসপেন্ড করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, স্কুলে সবজি না থাকাতেই পড়ুয়াদের রুটির সঙ্গে শুধু নুন খেতে দেওয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের কাছেও এই বিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে।
[আরও পড়ুন:মিড ডে মিল বিতর্কে কড়া সরকার, সোম থেকে শনি বেঁধে দেওয়া হল মেনু]