For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের হয়ে প্রচারে ঝড় তুললেন ‘জুড়ুয়া’ মোদী, নির্বাচনের আগে ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গ ছেড়ে এই মোদী এখন প্রচারে ঝড় তুলেছেন রাহুল গান্ধীর হয়ে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গ ছেড়ে এই মোদী এখন প্রচারে ঝড় তুলেছেন রাহুল গান্ধীর হয়ে। ২০১৪-য় যে 'জুড়ুয়া' মোদী নরেন্দ্র মোদীর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন, তাঁর উপলব্ধি হয়েছে মোদী আর 'আচ্ছে দিন' আনতে পারবেন না। একমাত্র কংগ্রেসই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে- এই ধারণা থেকেই তিনি এখন রাহুলের তুরুপের তাস।

রাহুলের হয়ে প্রচারে ঝড় তুললেন ‘জুড়ুয়া’ মোদী, নির্বাচনের আগে ভাইরাল ভিডিও

২০১৪ সালে 'আচ্ছে দিন'-এর হয়ে গলা ফাটিয়েছিলেন। 'জুড়ুয়া' মোদী এখন উল্টো প্রচার শুরু করেছেন। এখন তিনিই বলছেন আচ্ছে দিন নেহি আয়েঙ্গে। মোদী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবই সার। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেসের হয়ে প্রচারে ঝড় তুলেছেন। একেবারে নরেন্দ্র মোদীর কায়দায় নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন।

ছত্তিশগড়ে প্রচারে নেমে একের পর এক বাক্যবাণে মোদীকে বিঁধে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানালেন উত্তরপ্রদেশের মোদী অভিনন্দন পাঠক। রাহুলের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হলেন। একে একে মোদীর প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি দেখালেন কোথায় ব্যর্থ মোদী সরকার। কেন তাঁর পক্ষে সফল হওয়া সম্ভব নয়, সেই ব্যাখ্যাও ধরা পড়ল তাঁর মোদী-সুলভ বক্তব্যে।

[আরও পড়ুন: মিত্রোঁ, আচ্ছে দিন নেহি আয়েঙ্গে! প্রাক-নির্বাচনী প্রচারে ঝড় তুললেন 'জুড়ুয়া' মোদী][আরও পড়ুন: মিত্রোঁ, আচ্ছে দিন নেহি আয়েঙ্গে! প্রাক-নির্বাচনী প্রচারে ঝড় তুললেন 'জুড়ুয়া' মোদী]

তিনি বলেন, ১৫ লক্ষ টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন। কিন্তু সেই টাকা ঢোকেনি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেটে গিয়েছে পাঁচ-পাঁচটি বছর। 'জুড়ুয়া' মোদী এখন বলছেন, উন্নয়ন আনতে পারে একমাত্র কংগ্রেস। তাই কংগ্রেসকে ভোট দিন। কংগ্রেসই পারে দেশকে উন্নয়নের রূপরেখা দিতে। কথাবার্তা থেকে শুরু করে চলন-বলন একই রকম। মোদী বিরোধী কথা যদি 'জুড়ুয়া' মোদীর মুখ দিয়ে বের হয়, তা আলাদা প্রভাব পড়তে বাধ্য।

[আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে ভাঙন বালুরঘাটে, বিজেপিতে যোগদানের হিড়িকে লোকসভা দখলের স্বপ্ন][আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে ভাঙন বালুরঘাটে, বিজেপিতে যোগদানের হিড়িকে লোকসভা দখলের স্বপ্ন]

[আরও পড়ুন:লোকসভা ভোটে ঘরে ঘরে পৌঁছে যেতে তাক লাগানো পরিকল্পনা পদ্ম শিবিরের ][আরও পড়ুন:লোকসভা ভোটে ঘরে ঘরে পৌঁছে যেতে তাক লাগানো পরিকল্পনা পদ্ম শিবিরের ]

English summary
UP’s Modi Abhinandan Pathak’s campaign is viral against Narendra Modi in Chattishgarh. He now campaigns for Congress after joining congress leaving BJP one month ago,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X