For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে যোগীর এলাকায় 'চিকেন মেলা'র আয়োজন! কোন উদ্দেশ্য নেপথ্যে

উত্তরপ্রদেশে যোগীর এলাকায় 'চিকেন মেলা'র আয়োজন! কোন উদ্দেশ্য নেপথ্যে

  • |
Google Oneindia Bengali News

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গোরক্ষপুরমঠের প্রধান পুরোহিত এককালে ছিলেন যোগী আদিত্যনাথ। গোটা এলাকায় তাঁর প্রভাব অত্যন্ত বেশি। এই এলাকা নির্বাচনী ময়দানেও তাঁকে একাধিকবার এই গোরক্ষপুর সাফল্য এনে দিয়েছে। আর সেই এলাকায় এবার আয়োজিত হচ্ছে চিকেন মেলা।

চিকেন মেলার আয়োজন

চিকেন মেলার আয়োজন

ফুল প্লেট মাত্র ৩০ টাকায়! এমন সস্তাতেই মুরগির মাংস ঘিরে জিভে জল আনা পদ বিক্রি হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চিকেন মেলায়। দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতার এলাকায় এমন চিকেন মেলার আয়োজনের নেপথ্যে রয়েছে একটি সতর্কতা মূলক বার্তাও।

কেন এমন চিকেন মেলার আয়োজন?

কেন এমন চিকেন মেলার আয়োজন?

এলাকার পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত হয়েছে এই মেলা। মূলত সচেতনতা ছড়াতেই এমন উদ্যোগ। চিকেন থেকে যে করোনাভাইরাস ছড়ায় না , সেই বার্তা দিতেই এই চিকেন মেলার আয়োজন হয়েছে। পোলট্রি ফার্মগুলির দাবি, এলাকার মানুষ গত এক মাস ধরে চিকেন খাওয়া ছেড়েছেন গুজবের জেরে। আর সেই গুজব খণ্ডন করতেই এমন উদ্যোগ।

করোনা ভাইরাস ঘিরে গুজব

করোনা ভাইরাস ঘিরে গুজব

শুধু চিকেন নয়, করোনা ভাইরাস মাছ থেকে ছড়াচ্ছে বলেও, গুজব ছড়াতে থাকে। আর তার জেরেই তেলাঙ্গানাতেও মন্ত্রীদের দেখা যায় জনসভায় মঞ্চে উঠে চিকেন খেতে। প্রসঙ্গত, এমন গুজবের জেরে দেশের বিভিন্ন জায়গায় মাংস বিক্রেতাদের প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

জঙ্গি-নিধনে জিরো টলারেন্স নিয়েছে ভারত, এনএসজিকে বিশ্বে এগিয়ে রাখার বার্তা অমিতেরজঙ্গি-নিধনে জিরো টলারেন্স নিয়েছে ভারত, এনএসজিকে বিশ্বে এগিয়ে রাখার বার্তা অমিতের

English summary
UP’s Gorakhpur celebrates Chicken Mela, know the reason .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X