For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুবহু মোদী! এক পলকে দেখে বোঝার উপায়ই নেই, একবার শুনেই দেখুন তাঁর বক্তব্য

অবিকল নরেন্দ্র মোদী। আচমকা দেখে ফেললে, কেউ বলবেন না যে ইনি মোদী নন। খুব ভালো করে দেখলে তবেই চেনা যায় দুজনকে। এক্কেবারে মোদী। মুখের গড়ন থেকে পোশাক-আশাকে, সাইজ-শুটিংও একইরকম।

  • |
Google Oneindia Bengali News

অবিকল নরেন্দ্র মোদী। আচমকা দেখে ফেললে, কেউ বলবেন না যে ইনি মোদী নন। খুব ভালো করে দেখলে তবেই চেনা যায় দুজনকে। এক্কেবারে মোদী। মুখের গড়ন থেকে পোশাক-আশাকে, সাইজ-শুটিংও একইরকম। আসলে ইনি অভিনন্দন পাঠক। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। উত্তরপ্রদেশের 'মোদী' হিসেবে ইতিমধ্যেই পরিচিত।

হুবহু মোদী! এক পলকে দেখে বোঝার উপায়ই নেই, একবার শুনেই দেখুন তাঁর বক্তব্য

এই অভিনন্দন পাঠক ২০১৪ সালের নির্বাচনে বিজেপির হয়ে জোর প্রচার চালিয়েছিলেন। হুবহু প্রধানমন্ত্রী মতো দেখতে হওয়ায় তাঁর মুখ দিয়ে মোদীর প্রচার জনমানসে আলাদা প্রভাব পড়েছিল। কিন্তু এবার তা আর হচ্ছে না। উত্তরপ্রদেশে এবার আর নরেন্দ্র মোদীর হয়ে তিনি প্রচার করবেন নাষ। কারণ তিনি বিজেপি তথা এনডিএ সরকারের কাজে রীতিমতো ক্ষুব্ধ।

[আরও পড়ুন: ফেসবুকে 'ডিলিট' তৃণমূল! শক্তিধর বিজেপির বিরুদ্ধে 'সোশ্যাল-ওয়ার' লোকসভার আগে][আরও পড়ুন: ফেসবুকে 'ডিলিট' তৃণমূল! শক্তিধর বিজেপির বিরুদ্ধে 'সোশ্যাল-ওয়ার' লোকসভার আগে]

তাঁর মতে, বিগত পাঁচ বছরে নরেন্দ্র মোদী সরকারের কাজের কাজ কিছুই করেননি। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি। বিজেপির এই কাজ দেখে তিনি অত্যন্ত হতাশ। ফলে এই পরিস্থিতিতে তিনি কংগ্রেসের হয়ে লড়াই করতে চান। চান, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর হয়ে প্রচার চালাতে।

[আরও পড়ুন:মুকুল এবার অস্ত্র পেয়েছেন যুদ্ধের! লোকসভার আগেই মমতাকে মাত দিতে ছুটলেন দিল্লি][আরও পড়ুন:মুকুল এবার অস্ত্র পেয়েছেন যুদ্ধের! লোকসভার আগেই মমতাকে মাত দিতে ছুটলেন দিল্লি]

উত্তরপ্রদেশের 'মোদী' সম্প্রতি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন তাঁর সিদ্ধান্তের কথা। তিনি জানান বিজেপি ছাড়ার কথা। জানান, কংগ্রেসে যোগ দেওয়ার কথাও। ইতিমধ্যে কংগ্রেস যোগদানের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি রাজবব্বরের সঙ্গে দেখা করেছেন তিনি। কংগ্রেসে যোগদানের আবেদন জানিয়েছেন। জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের হয়ে প্রচার চালাবেন তিনি। বিজেপিতে মোহভঙ্গের পর কংগ্রেসের হাত ধরার আগে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন উত্তরপ্রদেশের 'মোদী'।

[আরও পড়ুন: সাড়ে ৩ লক্ষ কোটি ছাড় দিয়ে কাদের পাহারাদার হলেন মোদী! নির্বাচনী জনসভায় প্রশ্ন রাহুলের][আরও পড়ুন: সাড়ে ৩ লক্ষ কোটি ছাড় দিয়ে কাদের পাহারাদার হলেন মোদী! নির্বাচনী জনসভায় প্রশ্ন রাহুলের]

শুনে নিন অভিনন্দন পাঠকের বক্তব্য-

English summary
UP’s Abhinandan Pathak as it is Narendra Modi leaves BJP now. He announces that he will campaign for Sonia and Rahul in Loksabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X