For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP poll 2022: সমাজবাদী পার্টির আদর্শ ছড়িয়ে দেবে, ভ্রাতৃবধূর বিজেপিতে যোগদানের শুভেচ্ছা অখিলেশের

UP poll 2022: সমাজবাদী পার্টির আদর্শ ছড়িয়ে দেবে, ভ্রাতৃবধূর বিজেপিতে যোগদানের শুভেচ্ছা অখিলেশের

Google Oneindia Bengali News

পরিবারের প্রথা ভেঙে অন্য দলে। ভ্রাতৃ বধূর বিজেপিতে যোগদানে খুশি বললেন অখিলেশ যাদব। তিনি বলেছেন, আমি খুশি কারণ সমাজবাদী পার্টির নীতি এবং আদর্শ বিজেপিতেও পৌঁছে গেল। আজই জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। ২০১৭ সালে তিনি সমাজবাদী পার্টির টিকিটে প্রার্থী হয়েছিলেন কিন্তু জিততে পারেননি। তারপর থেকেইযোগী আদিত্য নাথের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছিল অখিলেশ যাদবের।

বিজেপিতে অপর্ণা যাদব

বিজেপিতে অপর্ণা যাদব

ভোটের দিন ঘোষণা হওয়ার পর একের পর এক বিজেপি নেতা দল ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এই প্রথম বড় ধাক্কা এল সমাজবাদী পার্টিতে। একেবারে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ঘরে হানা দিয়েছে বিজেিপ। যোগী আদিত্য নাথ যে সম্প্রদায়ের অপর্ণা যাদবও সেই সম্প্রদায়ের। সেই সূত্র ধরেই তাঁদের সুসম্পর্ক তৈরি হয়েছিল। ২০১৭ সালের ভোটের পর থেকেই অপর্ণা যাদবের সঙ্গে প্রায়ই যোগীর দেখা সাক্ষাত হত। এবং অপর্ণাকে ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দিতেন যোগী আদিত্য নাথ। তারপরেই এই বড় যোগদান।

অখিলেশের শুভেচ্ছা

অখিলেশের শুভেচ্ছা

অপর্ণার বিজেপিতে যোগদানের পর শুভেচ্ছা জানিেয়ছেন অখিলেশ যাদব। তিনি বলেছেন বিজেপির ঘরে অবশেষে পৌঁছে গেল সমাজবাদী নীতি এবং আদর্শ। এটাই আমার সবচেয়ে বেশি আনন্দের বলে মনে হচ্ছে তীর্যক নিশানা ছুঁড়ে দিয়েছেন বিজেপিকে। অপর্ণা যাদব অবশ্য বিজেপিতে যোগ দিয়ে বলেছেন তিনি নেতা জি অর্থাৎ মুলায়ম সিং যাদবের আশির্বাদ নিয়েই বিজেপিতে যোগদান করেছেন।

বড় চমক যোগীর

বড় চমক যোগীর

অপর্ণাকে দলে েটনে যোগী যে বড় চমক দিয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। অপর্ণা যাদব শিক্ষিতা এবং পশুপ্রেমী। তাঁর গোশালায় বেশ কয়েকবার গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন তিনি। ভাল ক্লাসিকাল গান করেন। কাজেই উত্তর প্রদেশে শহরের একটা বড় অংশের ভোট অপর্ণা যাদবের সঙ্গে যাবে তাতে কোনও সন্দেহ নেই।

ভোটের নতুন সমীকরণ

ভোটের নতুন সমীকরণ

উত্তর প্রদেশে ভোটের আগে চাপ বাড়ছে বিজেপির। একের পর এক বিজেপি নেতা মন্ত্রী বিদ্রোহী হয়ে দল বদল করছেন। এমনকী শরিক দলের নেতারাও দল ছাড়তে শুরু করেছেন। সমীক্ষা বলছে বিজেপি হয়তো জিতবে এবার উত্তর প্রদেশে। কিন্তু কানায় কানায়। আসন সংখ্যা অনেকটাই কমবে বিজেপির। কাজেই চাপে রয়েছেন যোগী আদিত্যনাথও।

English summary
Akhilesh Yadav says happy with Aparna Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X