For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমানবিক, সিএএ-র প্রতিবাদী মহিলার খাবার ও কম্বল ছিনিয়ে নিল যোগীর পুলিস

অমানবিক, সিএএ-র প্রতিবাদী মহিলার খাবার ও কম্বল ছিনিয়ে নিল যোগীর পুলিস

Google Oneindia Bengali News

সিএএ-র প্রতিবাদে গোটা দেশে আন্দোলন শুরু হয়েছে। উত্তর প্রদেশের লখনউতে শনিবার থেকে নতুন করে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে। লখনউয়ে ঘণ্টাঘরে সিএএ প্রতিবাদী এক মহিলার কাছ থেকে খাবার এবং কম্বল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যোগীর পুলিসের বিরুদ্ধে। যোগীর পুলিসের এই অমানবিক আচরণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অমানবিক যোগীর পুলিস

অমানবিক যোগীর পুলিস

সিএএ- প্রতিবাদীদের উপর অমানবিক আচরণের অভিযোগ আগেও উঠেছিল উত্তর প্রদেশ পুলিসের বিরুদ্ধে। পুলিসের গুলিতে ১৭ জন আন্দোলনকারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। যদিও বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে যোগীর পুলিস। উল্টে দাবি করা হয়েছে আন্দোলনকারীরা নিজেরা আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল। তাঁরা নিজেদের মধ্যে মারামারি করেই মারা গিয়েছে। কিন্তু শনিবার লখনউয়ের ঘড়ি ঘরে যে ঘটনাটি ঘটে তা উত্তর প্রদেশ পুলিসের অমানবিক চেহারা সকলের সামনে এনে দিয়েছে। আন্দোলনরত এক মহিলার খাবার এবং কম্বল ছিনিয়ে নেয় যোগীর পুলিস। প্রবল ঠাণ্ডার কথাও একবার বিবেচনা করেননি তাঁরা।

পুলিসের আচরণের প্রতিবাদ

পুলিসের আচরণের প্রতিবাদ

পুলিসের আচরণের প্রতিবাদে সরব হয়েছে সব মহল। কারণ লখনউয়ের ঘণ্টা ঘরে যে প্রতিবাদ আন্দোলন চলছিল সেটা একেবারেই শান্তিপূর্ণ িছল। জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাইছিলেন সেখানকার প্রতিবাদী মহিলারা। তাঁদর অধিকাংশই ছিলেন প্রবীণা। তাঁদের উপর পুিলসের এহেন অমানবিক আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। যোগীর পুলিসকে চোর বলে আক্রমণ করা হয়েছে এই আচরণের জন্য।

অভিযোগ অস্বীকার পুলিসের

অভিযোগ অস্বীকার পুলিসের

ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে উত্তর প্রদেশ পুলিস। এডিসিপি বিকাশ ত্রিপাঠি দাবি করেছেন পুলিস প্রতিবাদীদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। শুধু মাত্র সেখানে তাঁবু তৈরিতে বাধা দিয়েছে মাত্র। এর আগেও উত্তর প্রদেশ পুলিস প্রতিবাদীদের উপর গুলি চালানোর অভিযোগও অস্বীকার করেছে।

দেশের নতুন পার্লামেন্ট কমপ্লেক্সে ১০০০ সাংসদের বসবার ব্যবস্থা! কেমন হতে চলেছে নতুন ইমারত দেশের নতুন পার্লামেন্ট কমপ্লেক্সে ১০০০ সাংসদের বসবার ব্যবস্থা! কেমন হতে চলেছে নতুন ইমারত

প্রতীকী ছবি

English summary
UP police take away food and blanket from caa protsting woman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X