For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশব্যাপী ধর্মান্তর চক্র ফাঁস, বধির শিশুদের ধর্মান্তরের অভিযোগে যোগী রাজ্যে পুলিশের জালে দুই

দেশব্যাপী ধর্মান্তর চক্র ফাঁস, বধির শিশুদের ধর্মান্তরের অভিযোগে যোগী রাজ্যে পুলিশের জালে দুই

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ পুলিশের এটিএস (ats) দেশব্যাপী ধর্মান্তর (religious conversion) চক্র ফাঁস করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার (arrest) করা হয়েছে। দক্ষিণ দিল্লির জামিয়া নগরের এই দুই বাসিন্দার নাম হল মুফতি কাজি জাহাঙ্গির কাসমি এবং মহম্মদ ওমর গৌতম।

উত্তর প্রদেশ পুলিশের দাবি

উত্তর প্রদেশ পুলিশের দাবি

উত্তর প্রদেশের পুলিশের তরফে দাবি করা হয়েছে, এই চক্র বধির শিশুদের ছাড়াও মহিলাদের ধর্মান্তরে যুক্ত ছিল। এখনও পর্যন্ত এই চক্রটি এইরকম প্রায় এক হাজারজনকে ধর্মান্তরিত করেছে। পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে, নয়ডার একটি স্কুলের ডজনেরও বেশি বধির শিশুকে ইতিমধ্যেই ধর্মান্তরিত করা হয়েছে।

দায়ের করা হয়েছে এফআইআর

দায়ের করা হয়েছে এফআইআর

গোমতিনগর থানায় বিষয়টি নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এব্যাপারে রাজ্যের নতুন ধর্মান্তর বিরোধী আইন লাগু করা হয়েছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের দাবি ধৃতরা দাবি করেছে, প্রতিবছর তারা ২৫০ থেকে ৩০০ মানুষকে ধর্মান্তর করে থাকেন।

 উত্তর প্রদেশের এডিজির দাবি

উত্তর প্রদেশের এডিজির দাবি

উত্তর প্রদেশ পুলিশের এ়ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, তাদের কাছে প্রমাণ আছে চক্রটিকে মূলধনের যোগান দেওয়া হয় বাইরের কিছু দেশ থেকে। তিনি বলেছেন, টাকা ও চাকরির লোভ দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে।

 ধর্মান্তরের পর পাঠানো হয়েছে দক্ষিণ ভারতে

ধর্মান্তরের পর পাঠানো হয়েছে দক্ষিণ ভারতে

উত্তর প্রদেশ পুলিশের এ়ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার আরও বলেছেন, কানপুরের কল্যাণপুরের এক দম্পতির বধির ছেলেকে ধর্মান্তরের পরে দক্ষিণ ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের হাজারো ঘটনা সামনে আশছে বলে জানিয়েছেন তিনি।

English summary
UP Police's ATS detain two in connection with conversion of deaf and dumb children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X