For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায়ের আগে সিল করা হল উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত, জরুরি বৈঠকে যোগী

  • |
Google Oneindia Bengali News

আর কিছুক্ষণ পরই বেরোবে অযোধ্যা রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়। তার আগে শুধু অযোধ্যা নয় গোটা উত্তরপ্রদেশ কার্যত দুর্গের চেহারা নিয়েছে। অযোধ্যা জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। উত্তরপ্রদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি রাখা হচ্ছে। বিশেষ দল গঠন করে তার দিকে নজরদারি চালাচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

অযোধ্যা রায়ের আগে সিল করা হল উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত

জানা গিয়েছে, ইতিমধ্যে উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। সঠিক পরিচয় পত্র ছাড়া কাউকেই সীমান্ত এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথাও কোনও ধরনের অযাচিত ঘটনা দেখলেই সঙ্গে সঙ্গেই তা কন্ট্রোলরুমে রিপোর্ট করতে বলা হয়েছে।

অযোধ্যায় আরও অতিরিক্ত কুড়ি হাজার বাহিনী নিয়োগ করা হয়েছে। গোটা এলাকায় উচ্চ সর্তকতা জারি হয়েছে। প্রত্যেকটি জেলার পুলিশ সুপারকে খুব দায়িত্ব নিয়ে গোটা এলাকা পেট্রোলিং করতে বলা হয়েছে। প্রত্যেকটি থানায এদিন সকাল থেকে নিজেদের এলাকায় নজরদারি শুরু করেছে।

English summary
UP-Nepal border has been sealed, CM Yogi meets officials ahead of Ayodhya verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X