For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী-যোগীর বিরুদ্ধে স্লোগান তুললে জীবন্ত পুড়িয়ে দেব', ফের বিতর্কে জড়ালেন আরও এক বিজেপি নেতা

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের আরও একমন্ত্রী। যোগীরাজ্যে উত্তরপ্রদেশের মন্ত্রী । সেখানের মন্ত্রী তথা বিজেপি নেতা রঘুরাজ সিং এর নতুন মন্তব্য বিতর্কের ঝড় তুলে দিয়েছে গোবলয়ের রাজনীতিতে। মন্ত্রী সেখানে একটি সভা মঞ্চ থেকে সাফ বার্তায় 'জীবন্ত পুড়িয়ে' দেওয়ার কথা বলেছেন। সাম্প্রতিককালে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বক্তব্যের পর রঘুরাজ সিংয়ের মন্তব্য ফের একবার অস্বস্তিতে ফেলল বিজেপিকে।

'জীবন্ত পুড়িয়ে দেব'

'জীবন্ত পুড়িয়ে দেব'

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে যোগী সরকারের মন্ত্রী রঘুরাজ সিং বলেন, ' আপনারা করের টাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নেন, আর তারপর আবার যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তোলেন? আমি আপনাদের জীবন্ত পুড়িয়ে দেব।'

আলিগড়ে গিয়ে মন্ত্রী আরও যা বলেন

আলিগড়ে গিয়ে মন্ত্রী আরও যা বলেন

এরপর আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে রঘুরাজ সিং বলেন, 'আমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে বলেত চাই, আলিগড়ের মুসলিমরা খুবই শান্তি প্রিয় মানুষ। যদি আপনারা আলিগড়ের প্রশাসন ও সেখানের মুসলিমদের ঘেরাও করেন, তাহলে মারধর করা হবে আপনাদের। কাউকে ছাড়া হবে না। '

পাকিস্তান ও মোদী প্রসঙ্গ বক্তব্যে

পাকিস্তান ও মোদীর প্রসঙ্গ এদিনের বক্তব্যে তুলে ধরে রঘুরাজ সিং বলেন, ' যদি পাকিস্তান চোখ রাঙায় , তাদের আর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। যদি চিন তা করে আমরা , চিনকে ওদের বুলেটেই জবাব দেব। প্রধানমন্ত্রী মোদী কাউকে ভয় পান না। '

 দিলীপ ঘোষের মন্তব্যের পর আরও এক বিতর্ক

দিলীপ ঘোষের মন্তব্যের পর আরও এক বিতর্ক

এর আগে নদিয়ায় এক সভায় পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন , কর্ণাটক, অসম ও উত্তরপ্রদেশে যাঁরাই সিএএ বিরোধী প্রতিবাদে যোগ দিয়েছেন , তাঁদের 'কুকুরের মতো গুলি করে মারা' হয়েছে। এরপরই রাজ্য বিজেপি অস্বস্তিতে পড়ে যায়। এদিকে, তারপর উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিংয়ের তরফে এই নয়া বক্তব্য বিজেপির অস্বস্তি আরও বাড়িয়েছে।

English summary
UP minister says, Will bury alive those who raise slogans against PM Modi, Yogi Adityanath.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X