For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিশোরকে পিষে পালিয়ে গেল যোগীর মন্ত্রীর কনভয়, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

উত্তর প্রদেশের এক মন্ত্রীর কনভয়ের ধাক্কায় এক কিশোরের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। দুর্ঘটনার পরেই এলাকা থেকে উধাও হয়ে যায় মন্ত্রীর কনভয়। উত্তরপ্রদেশের ওই মন্ত্রীর নাম ওমপ্রকাশ রাজভর।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের এক মন্ত্রীর কনভয়ের ধাক্কায় এক কিশোরের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। দুর্ঘটনার পরেই এলাকা থেকে উধাও হয়ে যায় মন্ত্রীর কনভয়। উত্তরপ্রদেশের ওই মন্ত্রীর নাম ওমপ্রকাশ রাজভর।

কিশোরকে পিষে পালিয়ে গেল যোগীর মন্ত্রীর কনভয়, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের গোণ্ডায় পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা। অভিযোগ মন্ত্রীর কনভয়ে ধাক্কায় স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। শনিবার সন্ধেয় ওই ঘটনার জেরে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে এলাকায়। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনা স্থল কিংবা দুর্ঘটনাগ্রস্ত পরিবারের কাছে যাননি অভিযুক্ত ওই মন্ত্রী।

দুর্ঘটনার জেরে বেপরোয়া গাড়ি চালনা এবং অবহেলার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, গোণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার হৃদেশ কুমার।

গোণ্ডার কর্নেলগঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় মন্ত্রীর কনভয় শিব গোস্বামী নামে ওই কিশোরকে পিষে দেয় বলে জানা গিয়েছে।

রবিবার সকালে ঘটনা নিয়ে সাফাইও দিয়েছেন মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তাঁর দাবি, ঘটনার সঙ্গে সঙ্গে তিনি জানতেই পারেননি তাঁরই কনভয়ের গাড়িতেই দুর্ঘটনা ঘটেছে। ২৫ কিমি এগিয়ে যাওয়ার পর ঘটনাটি তিনি জানতে পারেন বলে দাবি করেছেন উত্তর প্রদেশের ওই মন্ত্রী। স্থানীয় বাসিন্দা বিক্ষোভে নেমে পড়ায় পুলিশ আধিকারিকরা নিরাপত্তার স্বার্থেই তাঁকে ঘটনাস্থলে যেতে বারণ করেন বলে দাবি করেছেন মন্ত্রী ওমপ্রকাশ রাজভর।

তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির কাছে কেন যাননি, তা জিজ্ঞাসা করায় মন্ত্রীর উত্তর, পরিবারটির সঙ্গে তিনি অবশ্যই মিলিত হবেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেও বর্ণনা করেছেন মন্ত্রী। ঘটনায় এফআইআর-এর সঙ্গে পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হতভাগ্য পরিবারটিকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে ঘটনায় রাজ্যের পুলিশ প্রধানের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন তিনি।

দিন কয়েক আগেই উত্তর প্রদেশের অপর এক মন্ত্রী জয়কুমার সিং জালাউ জেলায় এক কৃষকের জমির ওপর দিয়ে কনভয় নিয়ে গিয়ে ফসল নষ্ট করেন বলে অভিযোগ। ক্ষতিপূরণ হিসেবে ওই কৃষককে চারহাজার টাকা দেওয়াও হয়।

English summary
UP Minister's convoy flees after mowing down 8 year old in Gonda, Neta says cops advised him to stay away. Angry villagers blocked roads and shouted slogans on saturday evening against minister Om Prakash Rajbhar, who was yet to visit the accident spot or meet the family of the deceased.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X