For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্য দলের মিছিলে গেলে 'জন্ডিস' হবে, অভিশাপ উত্তরপ্রদেশের নেতার, কোথায় ঘটল এমন কাণ্ড

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের গোল বাঁধিয়ে ফেললেন।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের গোল বাঁধিয়ে ফেললেন। রবিবার বালিয়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে নিতে জনতাকে জন্ডিস হওয়ার অভিশাপ দেন। বলেন, অন্য কোনও দলের সভা বা মিছিলে গেলে তাঁর অভিশাপে জন্ডিস হবে।

অন্য দলের মিছিলে গেলে জন্ডিস হবে, অভিশাপ রাজনেতার

জনসভায় রাজভর বলেন, যতক্ষণ আমার দল মিছিলের কথা না জানিয়ে আপনাদের কাছে যাচ্ছে, ততক্ষণ অন্য কোনও দলের মিছিলে গেলে আমার অভিশাপ লাগবে। জন্ডিস হবে। আর তা ঠিক হবে আমার ওষুধেই। নাহলে ঠিক হবে না।

এর আগে গতমাসেই বারাণসীতে আরও এক বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজভর। তিনি বলেছিলেন, রাজপুত ও যাদবরা অন্য জাতের তুলনায় বেশি মদ্যপান করে। মদ্যপানের বিরোধিতা করতে গিয়ে রাজপুত ও যাদবদের কাঠগড়ায় তোলেন তিনি। সেই ঘটনার পরে রাজভরের বাড়িতে টোম্যাটো ও ডিম উড়ে এসে পড়ে। মানুষ বিক্ষোভ দেখায়। উত্তরপ্রদেশের হজরতগঞ্জে রাজভরের বাড়ির সামনে মানুষ বিক্ষোভ দেখান ও স্লোগান দেন।

রাজভর সুহলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান নেতা। এর আগেও বিজেপির তরফে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাঁকে সতর্ক করা হয়। তবে তিনি তাতে দমছেন না। নতুন করে বিতর্কিত মন্তব্য করে না স্পষ্ট করে দিলেন রাজভর। একইসঙ্গে যোগী সরকারকেও বিপদে ফেললেন।

English summary
During an event in Ballia, UP minister Om Prakash Rajbhar dared people not to attend any other party's rally, else he would curse them to the extent that they suffer from jaundice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X