For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিন দিতে দেরি, মেজাজ হারিয়ে অভিযোগকারীর দিকে তেড়ে গেলেন যোগী রাজ্যের মন্ত্রী

মেজাজ হারালেন উত্তরপ্রদেশের মন্ত্রী

Google Oneindia Bengali News

‌ভ্যাকসিন দিতে দেরি করার অভিযোগ পাওয়ায় মেজাজ হারালেন উত্তরপ্রদেশের স্ট্যাম্প ও রাজস্ব মন্ত্রকের প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল। শনিবার বারাণসীর শিবপুর কমিউনিটি হেল্‌থ কেয়ারে টিকাকরণে দেরি করার অভিযোগ তোলেন এক ব্যক্তি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কি ঘটেছিল

কি ঘটেছিল

ওই মন্ত্রী সিএইচসিতে ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত কেমন হয়েছে তা পরিদর্শনে গিয়েছিলেন। শনিবার থেকেই ১৮-৪৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়, সেই সময় এক যুবক টিকাকরণে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন এবং তার পাশাপাশি চিকিৎসক ও মেডিক্যাল কর্মীদের প্রতি অসংযমী ভাষার প্রয়োগ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, '‌ওই যুবককে অনলাইনে যে সময় আসতে বলা হয়েছিল তার ঘণ্টা খানেক আগে তিনি আসেন এবং চিকিৎসকদের বিরুদ্ধে টিকা দেরিতে দেওয়ার অভিযোগ তোলেন এবং তাঁদের প্রতি অসম্মানজনক মন্তব্য করেন।' জৈশওয়াল বলেন, '‌এখানে মানুষের ২টি লাইন ছিল, একটি ৪৫ বছরের এবং অন্যটি ১৮-৪৪ বছরের। লাইনে দাঁড়ানো সব মানুষকেই আগে থেকে সময় দেওয়া ছিল। সঞ্জয় দুবে নামে ওই যুবককে দুপুর ১২টার পর আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি ‌সিএইচসি পৌঁছে যান সকাল দশটায় এবং সিএইচসির চিকিৎসকদের হেনস্থা করতে শুরু করেন এবং প্যারামেডিক্যাল কর্মীদের তাঁকে আগে টিকা দেওয়ার জন্য জোর করতে থাকেন।'‌

 সম্মান দেওয়া উচিত চিকিৎসকদের

সম্মান দেওয়া উচিত চিকিৎসকদের

মন্ত্রী জানিয়েছেন যে সিএইচসির চিকিৎসক ও কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন রেজিস্ট্রেশন, টিকাকরণ ও টিকাকরণের পরও, তারপরও ওই যুবক তাঁদের প্রতি আপত্তিকর মন্তব্য করেন। জয়সওয়াল বলেন, '‌চিকিৎসক ও প্যারামেডিক্যার কর্মীদের শ্রদ্ধা করা দরকার মানুষের।'‌ প্রসঙ্গত, ১৭টি কেন্দ্রের মধ্যে শিবপুর সিএইচসি একটি টিকাকরণ কেন্দ্র, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের টিকা দেওয়ার কাজ শুরু হয়। যেখানে বয়স্করা তাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং অন্য একটি লাইনে ছিলেন ১৮ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকরা।

করোনায় আক্রান্ত ছিলেন মন্ত্রী

করোনায় আক্রান্ত ছিলেন মন্ত্রী

দুপুরের মধ্যে এখানে লম্বা লাইন তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় জয়সওয়াল আসেন, যিনি নিজে করোনায় আক্রান্ত ছিলেন এবং কোয়ারেন্টাইন সময় পেরিয়ে যাওয়ার পরই তিনি সিএইচসি পরিদর্শনে যান ভ্যাকসিন ডোজের মজুত দেখতে। সঞ্জয় দুবে মন্ত্রীকে দেখে তাঁর কাছে গিয়ে টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা ও টিকা দিতে দেরি হওয়ার অভিযোগ জানাতে শুরু করেন। দুবে জানান যে গরমের মধ্যে মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেন।

 অক্সিজেন দিয়ে রোগীকে সাহায্য, যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অক্সিজেন দিয়ে রোগীকে সাহায্য, যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে

 অভিযোগকারীর দিকে তেড়ে যাচ্ছিলেন মন্ত্রী

অভিযোগকারীর দিকে তেড়ে যাচ্ছিলেন মন্ত্রী

এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে জয়সওয়াল রীতিমতো দুবের দিকে তেড়ে যাচ্ছিলেন কিন্তু তাঁর নিরাপত্তা রক্ষী ও অনুগামীরা আটকে দেন। পরে দুবে অভিযোগ করেন যে, জয়সওয়াল যখন তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন তখন লোকদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণ জানতে পেরে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

English summary
The Uttar Pradesh minister loses cool to a man who was accused of delaying the vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X