For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গির সঙ্গে ফোনে বিয়ে ভারতীয় মহিলার,তারপর যা হল

সৌদি আরবে আইএস -র হয়ে কর্মরত আমজাদ খান মূলত জঙ্গি সংগঠনে নিয়োগ প্রক্রিয়ার কাজ করত। তখনই সে উত্তর প্রদেশের ওই মহিলাকে প্রেমের জালে জড়ায়।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের আজমগড়ের এক মেডিক্যাল ছাত্রীকে প্রেমের জালে ফেলে, আইএস জঙ্গি সংগঠনের আঁতুর ঘর সিরিয়া নিয়ে যাওয়ার ছক কষেছিল এক আইএস জঙ্গি। সৌদি আরবে আইএস -র হয়ে কর্মরত আমজাদ খান মূলত জঙ্গি সংগঠনে নিয়োগ প্রক্রিয়ার কাজ করত। তখনই সে উত্তর প্রদেশের ওই মহিলাকে প্রেমের জালে জড়ায়।

জঙ্গির সঙ্গে ফোনে বিয়ে ভারতীয় মহিলার,তারপর যা হল

৩৭ বছর বয়সী জঙ্গি আমজাদ ওই মেডিক্যাল পড়ুয়াকে এমনভাবে নিজের জালে জড়ায় , যে ওই মহিলা তাকে বিয়ে করতে রাজি হয়। এজন্য ফোনের মাধ্যমে সমস্ত রকমের নিয়ম মেনে বিয়েও হয়। বিয়ের পর ওই মহিলাকে সিরিয়া যাওয়ার জন্য বলে আমজাদ। যদিও শেষমেশ তা আর হতে পারেনি। এনআই-এর তদন্তে উঠে আসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

রাজস্থানের চুরুর বাসিন্দা আমজাদ জঙ্গি নিয়োগে সোস্যাল মিডিয়া ব্যবহার করে যথেষ্ট হাত পাকায়। সৌদি আরব থেকে সে সংগঠনের জন্য কাজ করত। গত বছরই তাকে গ্রেফতার করে এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জেরার মুখে ওই মহিলা সংক্রান্ত তথ্য জানায় আমজাদ। আইএস-ের ভারতীয় সংগঠন জুনুদ -উল -খালিফাফিল-হিন্দ গোষ্ঠীর হয়ে সে মূলত কাজ করত। এর জন্য বহু ভারতীয় মুসলিমকে সে উগ্রপন্থার পথে নিয়ে আসে।

English summary
Amzad Khan alias Ayan Khan Salafi, who was deported from Saudi Arabia in April this year for recruiting and motivating Indians for IS terror group branch Junood-ul-KhilafaFil-Hind (JKH), had radicalised a 24-year-old girl from Azamgarh and asked her to come with him to Syria and live an Islamic life.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X