For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশাসনের দাগী আমলাদের 'বাধ্যতামূলক অবসর' দিতে চলেছে এই রাজ্যের সরকার

উত্তরপ্রদেশের দাগী তথা কাজের ক্ষেত্রে পিছিয়ে পড়া আমলাদর বাধ্যতামূলক অবসরে পাঠানোর মতো কড়া পদক্ষেপ নিতে চলেছে যোগী প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতায় আসার পরই স্বচ্ছ্বতা, অ্যান্টি রোমিও স্কোয়াড সহ একাধিক প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেরাজ্যের দাগী তথা কাজের ক্ষেত্রে পিছিয়ে পড়া আমলাদর বাধ্যতামূলক অবসরে পাঠানোর মতো কড়া পদক্ষেপ নিতে চলেছে যোগী প্রশাসন।

উত্তরপ্রদেশের মুখ্য সচিব রাজীব কুমার , সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারিদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যে সমস্ত রাজ্যসরকারী আমলারা ও কর্মীরা কাজের দিক থেকে ভালো পারফরম্যান্স করতে পারছেন না তাঁদের একটি তালিকা বানিয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁর কাছে পাঠাতে।

প্রশাসনের দাগী আমলাদের 'বাধ্যতামূলক অবসর' দিতে চলেছে এই রাজ্যের সরকার

মূলত, উত্তর প্রদেশে অনেক আমলাই এমন রয়েছেন যাঁরা অবসরের পরেও রাজ্যসরকারী বিভিন্ন পদে 'এক্সটেনশন'-এ রয়ে গিয়েছেন। অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই উত্তরপ্রদেশের প্রশাসনিক স্তরে এই রীতি চলছে । এদিকে, কাজের খতিয়ানের দিকটি যাচাইয়ের জন্য গত ১০ বছরে আমলাদের সার্ভিস রেকর্ড দেখতে চাওয়া হয়েছে। বিশেষত যাঁদের বয়স ৫০ বছর তাঁদেরই কাজের খতিয়ান চাইছে উত্তরপ্রদেশ সরকার।

এই তালিকা ৭ টি পর্যায়ের নিরিখে বানানো হবে। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বার বার রাজ্যে দুর্নীতি রোখবার কথা বলেছেন। তার প্রেক্ষিতে দুর্নীতিগ্রস্ত আমালাদের নিয়েও অনেক বক্তব্য রেখেছেন। তবে এবার সেই দুর্নীতি রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে যোগা প্রশাসন।

English summary
State government may soon announce a list of tainted and non-performing officers and employees and retire them from services. In his letter to all additional chief secretaries, principal secretaries and heads of departments in the state on September 8, chief secretary Rajive Kumar set a deadline of September 15 for identifying these officers and employees and putting them on the list for compulsory retirement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X