For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্যটন মানচিত্রে তাজমহল নেই কেন, সাফাই দিল উত্তরপ্রদেশ সরকার

উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্রে শুধুমাত্র রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকেই তুলে ধরা হয়েছে, সেকারণেই তাজমহলকে এই তালিকায় রাখা হয়নি, এমনই সাফাই দিল উত্তরপ্রদেশ সরকার

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্রে শুধুমাত্র রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকেই তুলে ধরা হয়েছে। সেকারণেই তাজমহলকে এই তালিকায় রাখা হয়নি। এমনই সাফাই দিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের পর্যটনকে আরও বাড়াতেই উন্নয়ন প্রকল্পগুলিকে পর্যটন মানচিত্রে রাখা হয়েছে বলে জানিয়ে যোগী আদিত্যনাথ সরকার।

[আরও পড়ুন:উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্র থেকে তাজমহলকেই বাদ দিল যোগী সরকার][আরও পড়ুন:উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্র থেকে তাজমহলকেই বাদ দিল যোগী সরকার]

পর্যটন মানচিত্রে তাজমহল নেই কেন, সাফাই দিল উত্তরপ্রদেশ সরকার

তবে পর্যটন বুকলেটে তাজমহলের চারপাশে পর্যটনকে আরও বাড়াতে ১৫৬ কোটি টাকা খরচের কথা বলা হয়েছে। ফলে পর্যটন মানচিত্রে তাজমহলের না থাকা নিয়ে বিতর্ক চাপা দেওয়ারই চেষ্টা করেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী রীতা বহুগুনা যোশী। তিনি বলেন, তাজমহলকে বাদ রাখা হয়েছে বলে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। বরং রাজ্য সরকার উত্তরপ্রদেশের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি করছে তা আরও বেশি করে প্রচারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন রীতা বহুগুনা যোশী।

পর্যটন মানচিত্রে তাজমহল নেই কেন, সাফাই দিল উত্তরপ্রদেশ সরকার

তাঁর কথায় তাজমহল নিয়ে নতুন করে জানানোর কিছু নেই। বহু যুগ ধরেই তাজমহল দেশের গর্ব, ফলে তাজমহলের আলাদা করে প্রচারের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী। সোমবার প্রকাশিত এই পর্যটন মানচিত্রে গোরখধাম মন্দিরকে পর্যটনস্থল বলেই দেখানো হয়েছে। এই গোরখধাম মন্দিরের প্রধান পুরোহিত হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তাজমহলকে বাদ রাখায় উত্তর প্রদেশের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বিরোধীরা।

English summary
UP government clarifies that only development projects are highlighted in Tourism booklet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X