For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বাজেটে রাম মন্দিরের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ! বাইশের বিধানসভা ভোটের আগে যোগীর চমক

  • |
Google Oneindia Bengali News

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বাজেটে ৫.৫ লাখ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। তারমধ্যে ৩০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের জন্য। প্রসঙ্গত ২০২২ সালে বিধানসভা ভোট আয়োজিত হতে চলেছে উত্তর প্রদেশে। তার আগে যোগী সরকারের এমন পদক্ষেপ নজর কাড়তে শুরু করেছে।

রাজ্য বাজেটে রাম মন্দিরের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ! বাইশের বিধানসভো ভোটের আগে যোগীর চমক

এদিন উত্তর প্রদেশের ভোটের আগে যোগী সরকারের শেষ বাজেট ছিল। আর তাতেই রামমন্দির প্রসঙ্গ তুলেছে বিজেপি সরকার। এদিন ৫,৫০,২৭০ কোটির বাজেট পেশ করে যোগী আদিত্যনাথের সরকার। এই প্রথম পেপারলেস বাজেট পেশ করে উত্তরপ্রদেশ। তবে একটি রাজ্যসরকার এক ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ করার ঘটনার জেরে এই বাজেট রীতিমতো নজর কেড়েছে।

শুধু রাম মন্দির নয়। বাজেটে বারাণসী, চিত্রকূটের উন্নয়নের খতিয়ানও দেওয়া হয়। কৃষক অসন্তোষের মধ্যেই রাজ্যের কৃষকদের জন্য বাজেটে যোগী আলাদাভাবে যে নজর দিয়েছেন, তাও প্রকাশ্যে আসে এই নির্বাচনে।

এদিন বাজেট পেশের সময় রামজন্মভূমি তীর্থধামের জন্য যোগী সরকারের অর্থমন্ত্রী ৩০০ কোটি টাকার বরাদ্দ ধর্য করার কথা বলেন। এছাড়াও ১ বাড়তি ১০০ কোটি টাকা দিয়ে অযোধ্যার উন্নয়ন ও সৌন্দর্যায়নের বন্দোবস্তের কথা বলা হয়েছে বাজেটে। অযোধ্যার বুকে পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় বাজেট পেশের সময়।

English summary
UP Govt Allocates Rs 300 cr for Ram Temple Construction state budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X