For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ আদায়, অর্ডিন্যান্স পাস করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল

গণ্ডগোলের সময় বিক্ষোভকারী কিংবা দাঙ্গার সময় দাঙ্গাকারীদের থেকে সম্পত্তি ক্ষতি উসুল করতে অর্ডিন্যান্সে সই করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

  • |
Google Oneindia Bengali News

গণ্ডগোলের সময় বিক্ষোভকারী কিংবা দাঙ্গার সময় দাঙ্গাকারীদের থেকে সম্পত্তি ক্ষতি উসুল করতে অর্ডিন্যান্সে সই করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। দিন দুয়েক আগে উত্তর প্রদেশ সরকার এই অ্যার্ডিন্যান্সে অনুমোদন দিয়েছিল।

ক্ষতির মোকাবিলায় অর্ডিন্যান্স

ক্ষতির মোকাবিলায় অর্ডিন্যান্স

প্রস্তাব এনেছিল উত্তরপ্রদেশ সরকার। এবার সেই প্রস্তাবে মত দিলেন উত্তর প্রদেশে রাজ্যপাল। ধর্মঘট, বিক্ষোভ কিংবা দাঙ্গার সময় সরকারি কিংবা সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি হয়। এবার সেই সম্পত্তি ক্ষতি উসুল করা হবে বিক্ষোভকারীদের কাছ থেকেই। অর্ডিন্যান্সের নাম দেওয়া হয়েছে দ্য উত্তর প্রদেশ, রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অর্ডিন্যান্স ২০২০।

লেখা যাবে না কিছু

লেখা যাবে না কিছু

অর্ডিন্যান্সে আরও বলা হয়েছে, কালি, চক কিংবা রঙ দিয়ে সরকারি সম্পত্তির ওপর কিছু লেখা যাবে না।

গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ

গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ

গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশ সরকারকে দেওয়া নির্দেশে বলেছিল লখনৌতে সিএএ নিয়ে যেসব বিক্ষোভকারীর নাম ছবি দিয়ে টানানো হয়েছে তা সরিয়ে দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে উত্তর প্রদেশ সরকার।

সরকারের অভিযোগ

সরকারের অভিযোগ

সরকারের অভিযোগ বিক্ষোভকারীরা সিএএ বিরোধী আন্দোলনে নামে সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।

English summary
UP governor passes ordinance for recovery of damages from protesters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X