For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ দিনে ১০৮ জন পিএফআই সদস্য গ্রেফতার! যোগী সরকারের নয়া পদক্ষেপে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ঘিরে এর আগেই অস্বস্তিতে ছিল যোগী সরকার। উত্তর প্রদেশের বুকে ক্রমাগত সিএএ নিয়ে বাড়তে থাকা , আন্দোলনের জেরে তদন্তের জাল বিস্তার করতে থাকে বিজেপি সরকার। আর সেই তদন্তেই নাম উঠে আসে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার। আর সেই সংগঠনকে নিয়েই এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে যোগী সরকারের পুলিশ।

 গত এক মাসে ১৩৩ জন গ্রেফতার!

গত এক মাসে ১৩৩ জন গ্রেফতার!

গত এক মাস ধরে যোগী সরকার সিএএ বিরোধী আন্দোলন নিয়ে ময়দানে নেমেছে। এই বিক্ষোভ যেদিন থেকেই লখনউ, কানপুর সহ উত্তরপ্রদেশের একাধিক শহরে ছড়িয়ে যেতে থাকে, তবে থেকেই যোগী প্রশাসনের নজরে চলে আসে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। গত এক মাসে এই সংগঠনের ১৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 ১৯-২১ ডিসেম্বর পর্যন্ত প্রবল বিক্ষোভ

১৯-২১ ডিসেম্বর পর্যন্ত প্রবল বিক্ষোভ

গত বছরের ১১ ডিসেম্বর সংসদে পাশ হয় সিএএ। এরপর থেকেই উত্তরপূর্ব ভারত থেকে শুরু করে গোটা দক্ষিণ ভারতে সিএে বিরোধী বিক্ষোবের আগুন জ্বলে। যে বিক্ষোভের বাইরে ছিলনা যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। আর সেই উত্তরপ্রদেশের সিএএ বিক্ষোভ বড় আকার নিতেই পিএফাইএর ওপর নজরদারি শুরু করে উত্তরপ্রদেশ সরকার। যার ফল হিসাবে গত এক মাসে ১৩৩ জনের গ্রেফতারির খবর সামনে আসে।

গত ৪ দিনে ধর পাকড় বেড়ে গিয়েছে!

গত ৪ দিনে ধর পাকড় বেড়ে গিয়েছে!

প্রসঙ্গত, গত ৪ দিনে ক্রমাগত বেড়ে গিয়েছে এমন ধরপাকড়ের সংখ্যা। যোগী সরকারের নির্দেশে পিএফাই এর ১০৮জনকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের আর্থিক যোগ নিয়েও তল্লাশি চালাচ্ছে যোগীর পুলিশ।

English summary
UP Government’s Major Crackdown on PFI, 108 Members were arrested .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X