For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট বড় বালাই! আম্বেদকরের নাম 'পরিবর্তনে' উদ্যোগ যোগী সরকারের

সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরকে নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের।সমস্ত সরকারি জায়গায় বিআর আম্বেদকরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত।এখন থেকে নাম হবে ভিমরাও রামজি আম্বেদকর।

  • |
Google Oneindia Bengali News

সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরকে নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। সমস্ত সরকারি জায়গায় বিআর আম্বেদকরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত। এখন থেকে নাম হবে ভিমরাও রামজি আম্বেদকর।

ভোট বড় বালাই! আম্বেদকরের নাম পরিবর্তনে উদ্যোগ যোগী সরকারের

উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েকের সুপারিশ ছিল। তার ওপর ভিত্তি করেই নামের মধ্যে 'রামজি' শব্দটি আনা হয়েছে। এখন থেকে উত্তর প্রদেশের সব সরকারি যোগাযোগে নতুন নামে পরিচিত হবেন আম্বেদকর।

এদিকে, এই নাম পরিবর্তনের জেরে উত্তর প্রদেশ সরকার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই টার্গেট করেছে সমাজবাদী পার্টি। দলিত আইকনের রাজনীতিকরণের অভিযোগ করছে সমাজবাদী পার্টি। দলের নেতা দীপক মিশ্র বলেছেন, আম্বেদকর বিরোধী হিসেবে নিজেদের নাম মুছতেই এই পদক্ষেপ নিয়েছে উত্তর প্রদেশের বিজেপি সরকার। তাঁর অভিযোগ, বিজেপি আম্বেদকর কিংবা তাঁর মতাদর্শকে সম্মান জানায় না। কিন্তু ভোট ব্যাঙ্ক রাজনীতির স্বার্থেই বর্তমান পদক্ষেপ।

আরএসএস-এর তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের নেতা রাকেশ সিনহা জানিয়েছেন, সংবিধান প্রণেতার আসল নামটাই ব্যবহার করতে চায় উত্তর প্রদেশ সরকার। ফলে এখানে কোনই রাজনীতি জড়িয়ে নেই।

সূত্রের খবর অনুযায়ী, উত্তর প্রদেশ সরকার সবকটি দফতর, এলাহাবাদ হাইকোর্ট এবং লখনৌ বেঞ্চে এই নাম পরিবর্তন নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে।

জানা গিয়েছে, ২০১৭-র ডিসেম্বরে এই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন রাজ্যপাল রাম নায়েক। তিনিই প্রধানমন্ত্রী চিঠি লিখেছিলেন।

রামজি ছিল আম্বেদকরের বাবার নাম।

English summary
UP Government led by Yogi Adityanath has decided to change the name of Bhim Rao Ambedkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X