For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাকে 'সান্ত্বনা পুরস্কার' দিয়ে উত্তরপ্রদেশ থেকে ১০ জনকে মন্ত্রিসভায় ঠাঁই দিলেন মোদী!

বাংলা থেকে বিজেপির অভাবনীয় সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন এরাজ্য থেকে জয়ী সাংসদদের ৬ জনকে দেখা যাবে দিল্লির মন্ত্রী হিসাবে। সেই সুরে গুঞ্জনও শোনা গিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

বাংলা থেকে বিজেপির অভাবনীয় সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন এরাজ্য থেকে জয়ী সাংসদদের অন্তত ৬ জনকে দেখা যাবে দিল্লির মন্ত্রী হিসাবে। সেই গুঞ্জনও শোনা গিয়েছিল। বারবার উঠে আসছিল দিলীপ ঘোষ , লকেট চট্টোপাধ্যায়, রাজু সিং বিস্ত, সৌমিত্র খাঁ, কুনার হেমব্রমের নাম। অবশ্যই এই তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর পরেই ছিলেন দেবশ্রী চৌধুরী। মনে করা হয়েছিল বাবুল সুপ্রিয় পেতে পারেন পূর্ণমন্ত্রীর পদমর্যাদা। তবে সমস্ত জল্পনা মিটিয়ে, বাংলা থেকে মাত্র ২ জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর জায়গা দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির নেতৃত্বাধীন এনডিএর নবগঠিত সরকারে রয়েছেন ১০ জন উত্তরপ্রদেশের মন্ত্রী।

সবচেয়ে বেশি সংখ্যক মন্ত্রী গোবলয় থেকে!

সবচেয়ে বেশি সংখ্যক মন্ত্রী গোবলয় থেকে!

কথায় বলে উত্তর প্রদেশ আর মহারাষ্ট্র যার দখলে,তার দখলেই থাকবে সংসদ। সেই হিসাব মিলিয়ে এই দু'টি রাজ্য থেকে বিপুল সংখ্যক আসন জিতে কেন্দ্রে গঠিত হয়েছে মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক মন্ত্রী এসেছে গোবলয় থেকে। উত্তরপ্রদেশ থেকে ১০ জন মন্ত্রী রয়েছেন এই মন্ত্রিসভায়। তারপরই রয়েছে মহারাষ্ট্র, বিহারের নাম।

উত্তরপ্রদেশ-বিহার থেকে কতজন মন্ত্রী!

উত্তরপ্রদেশ-বিহার থেকে কতজন মন্ত্রী!

উত্তরপ্রদেশ থেকে ১০ জন মন্ত্রীর মধ্যে হেভিওয়েটদের তালিকায় রয়েছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানিরা। যাঁদের হাতে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের মতো বিভাগ । অন্যদিকে, বিহার থেকে গিরিরাজ সিং,রবিশঙ্কর প্রসাদ, রামবিলাস পাসওয়ানরাও পেয়েছেন পূর্ণমন্ত্রীর পদমর্যাদা।

মহারাষ্ট্র তেকে একাধিক মন্ত্রী

মহারাষ্ট্র তেকে একাধিক মন্ত্রী

মারাঠা প্রদেশ মহারাষ্ট্র থেকে নীতীন গড়করি, প্রকাশ জাভড়েকর, পীযূষ গয়ালরাও রয়েছেন মোদী মন্ত্রীসভার পূর্ণমন্ত্রীর পদমর্যাদা। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এঁদের।

কোন কোন রাজ্য পেলনা মন্ত্রী?

কোন কোন রাজ্য পেলনা মন্ত্রী?

দক্ষিণের অন্ধ্রপ্রদেশের মতো বড় রাজ্য থেকে একজনকেও মন্ত্রী পদে রাখা হয়নি মোদীর ২.০ মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব পাননি , নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, সিক্কিম, মণিপুর থেকে আসা কোনও সাংসদ।

[আরও পড়ুন:বাবুল -দেবশ্রী পেলেন কোন মন্ত্রক! দেখে নিন একনজরে][আরও পড়ুন:বাবুল -দেবশ্রী পেলেন কোন মন্ত্রক! দেখে নিন একনজরে]

বাংলা থেকে দু'জন মন্ত্রী!

বাংলা থেকে দু'জন মন্ত্রী!

বাংলা থেকে মাত্র দুই জয়ী বিজেপি সাংসদকে মন্ত্রী করা হয়েছে। বাবুল সুপ্রিয় পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। যদিও তাঁকে পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেতে দেখতে চয়েছিল বাংলা। অন্যদিকে, দেবশ্রী চৌধুরীও গতকাল শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে।

[আরও পড়ুন:ঘোষিত হল মন্ত্রক, মোদীর মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব][আরও পড়ুন:ঘোষিত হল মন্ত্রক, মোদীর মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব]

English summary
UP gets maximum berths in second Modi cabinet , West Bengal laggs behind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X